মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির জন্য ইরানে ৪ ব্যক্তির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির জন্য ইরানে ৪ ব্যক্তির মৃত্যুদণ্ড
ইরানে চার ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ছবি: প্রেস টিভি

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির জন্য ইরানে চার ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শুক্রবার দেশটির বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত মিজান নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগসূত্রের কারণে একজন নারী-সহ চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে মোসাদের সঙ্গে কাজ করা, সশস্ত্র অপহরণ, ভয় দেখানো এবং নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করার জন্য দোষী সাব্যস্ত হওয়ায় ওই চার আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই চারজন মোসাদের সঙ্গে যুক্ত দশ সদস্যের একটি নাশকতা গোষ্ঠীর অংশ ছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল ইরানি গোয়েন্দা এজেন্টদের চিহ্নিত করা। তাদের ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় ইরান

ইরানের নিরাপত্তা নষ্ট করার অভিপ্রায়ে ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা সহযোগিতার মাধ্যমে ‘পৃথিবীতে দুর্নীতি’ এবং ‘ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’ করার অপরাধে তাদের চারজনকে ফাঁসি দেওয়া হয়।

প্রেস টিভি জানিয়েছে, জটিল গোয়েন্দা অভিযান ও নিবিড় নজরদারির পর তাদের সবাইকে খুঁজে বের করা হয় এবং গ্রেফতার করা হয়। ২০২২ সালের অক্টোবরে তাদের গ্রেফতারের প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।


বিজ্ঞাপন


প্রাদেশিক বিচার বিভাগের প্রধান নাসের আতাবাতি বলেন, দণ্ডপ্রাপ্তরা ইসরায়েলি এজেন্ট এবং মোসাদ অফিসারদের কাছ থেকে বিভিন্ন সময়ে তাদের কাজ সম্পন্ন করার জন্য অর্থ পেয়েছেন।

আরও পড়ুন: ইরান-সৌদি সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা: বিশ্ব রাজনীতিতে নতুন মোড়

তিনি বলেন, আটককৃতরা ভিডিও কলের মাধ্যমে মোসাদ অফিসারদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং ইরানের উত্তর-পশ্চিম পশ্চিম আজারবাইজান প্রদেশ, রাজধানী তেহরান ও দক্ষিণ হরমোজগান প্রদেশে নাশকতার কাজ করেছিল। মোসাদের এ গোয়েন্দারা ইরানি নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাড়ি এবং গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। তারা ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও হত্যা করতে চেয়েছে।

সূত্র : রয়টার্স, প্রেস টিভি

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর