শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

বাংলাদেশে ভোটের অধিকার ইস্যুতে জাতিসংঘ যা বলল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশে ভোটের অধিকার ইস্যুতে জাতিসংঘ যা বলল
স্টিফেন ডুজাররিক (ফাইল ফটো)। ছবি: চায়না ডেইলি

বাংলাদেশে ভোটের অধিকার ইস্যুতে মুখ খুলেছে জাতিসংঘ। এ বৈশ্বিক সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেছেন, এ ইস্যুতে আমরা অব্যাহতভাবে যোগাযোগ রাখছি। এছাড়া নিরবিচ্ছিন্নভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানাচ্ছি। যার মাধ্যমে নির্বাচনে প্রতিজন বাংলাদেশি ভীতিমুক্ত অথবা অন্য কোনো পরিণতির আতঙ্ক ছাড়া ভোট দিতে পারবেন।

বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার এবং ভোটের অধিকার সম্পর্কে এক সাংবাদিকের (বাংলাদেশি বংশোদ্ভূত) প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্যর্থতা নিয়ে গুতেরেসের হতাশা

এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্রকে সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন। বাংলাদেশ জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে মানবাধিকার পরিস্থিতি এবং নাগরিক সমাজের স্থান সংকুচিত হয়ে আসায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা।

এ সংগঠনগুলো হলো- রবার্ট এ. কেনেডি হিউম্যান রাইটস (আরএফকেএইচআর), ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট (সিপিজেপি), দ্য ইউনাইটেড এগেইনস্ট টর্চার কনসোর্টিয়াম (ইউএটিসি), এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিজঅ্যাপেয়ান্সেস (এএফএডি), এন্টি-ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক (এডিপিএএন) এবং ইন্টারন্যাশনাল কোয়ালিশন এগেইনস্ট এনফোর্সড ডিজঅ্যাপেয়ারেন্সেস (আইসিএইডি)। 

আরও পড়ুন: জাতিসংঘের ১৩৩ কর্মীকে হত্যা করেছে ইসরায়েল


বিজ্ঞাপন


এতে প্রতিবাদকারীদের বিরুদ্ধে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়। অবিলম্বে এবং নিঃশর্তভাবে সব রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা প্রত্যাহার করার আহ্বান জানানো হয়। বলা হয়, খেয়ালখুশিমতো আটক অধিকারকর্মী এবং বিরোধী দলীয় সদস্যদের মুক্তি দিতে হবে। নিশ্চিত করতে হবে সুষ্ঠু এবং স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া।

ছয়টি মানবাধিকার সংগঠনের এই সারসংক্ষেপ নিয়ে স্টিফেন ডুজাররিকের কাছে প্রশ্ন করেন এক বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিক। তিনি বলেন, রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটস এবং আইসিএইডি-সহ এসব আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশে মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। শাসকগোষ্ঠী যখন নির্বাচনের নামে পুরো দেশকে জেলখানা বানিয়ে ফেলেছে তখন এ বিবৃতি দেওয়া হয়েছে। আমি কি জানতে পারি বাংলাদেশের মৌলিক অধিকার এবং ভোটের অধিকার উদ্ধারে কি পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ? তার এ প্রশ্নের জবাবে উপরোক্ত মন্তব্য করেন ডুজাররিক।

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর