ল্যাটিন আমেরিকার দেশগুলো ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে যখন প্রকাশ্যে কথা বলছেন। তখন ব্যতিক্রম আর্জেন্টিনা। দেশটির নতুন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই আরও বেশি ইসরায়েলমুখী হচ্ছেন। এবার জানা গেল ইহুদি ধর্ম গ্রহণ করছেন তিনি। হ্যাভিয়ের মিলেই এর মুখপাত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্লুমবার্গ ও সিডনি ডেকান হেরাল্ড।
আর্জেন্টিনার প্রখ্যাত সংবাদমাধ্যম বুয়েন্স আয়ার্স টাইমসও একই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, ক্যাথলিক খ্রিস্টান পরিবারে জন্ম নিয়েছেন মিলেই। তবে রাজনীতিতে তিনি কট্টর ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত। প্রায়ই তাকে ইসরায়েলের পতাকা নিয়ে বিভিন্ন সমাবেশে যোগ দিতে দেখা গেছে। এবার তিনি নিজের ধর্ম বদলে ইহুদি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাকে আর্জেন্টিনার ‘মিনি ট্রাম্প’ হিসেবে ডাকা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আর্জেন্টিনার ‘মিনি ট্রাম্প’ হাভিয়ের মিলেই নতুন প্রেসিডেন্ট
এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছে, গত ২৫শে নভেম্বর মিলেই রাজধানী বুয়েনস আয়ার্সে ইহুদিদের প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি ইহুদি রাব্বির কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন। এরপর তিনি নিউইয়র্ক সফর করেন এবং সেখানে বিখ্যাত ইহুদি ধর্মনেতা মেনাশেম মেন্দেল শনিয়ারসনের সমাধিতে শ্রদ্ধা জানান। এর মাধ্যমে তিনি বুঝাতে চান যে, ইহুদি ধর্মের প্রতি তিনি কতখানি বিশ্বস্ত।
এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার কথা জানিয়েছেন হাভিয়ের মিলেই। তিনি প্রায়ই ইসরায়েল সফর করার অভিপ্রায় জানান। একই সঙ্গে আর্জেন্টিনার দূতাবাস তেল-আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
হামাসকে নির্মূল করার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কৌশলের বিরুদ্ধে লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলো দৃঢ়কণ্ঠে কথা বলছে। তবে এরই মধ্যে হাভিয়ের মিলেই এর আগত প্রশাসন আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি ইসরায়েলপন্থী সরকারগুলোর মধ্যে একটি হয়ে উঠছে।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভা গঠন না করেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন মিলেই। তিনি এই সফরকে 'আধ্যাত্মিক' সফর বলে উল্লেখ করেছেন। তবে তিনি কেন ক্যাথলিক খ্রিষ্টান থেকে ইহুদি ধর্ম গ্রহণ করেছেন সেটি স্পষ্ট নয়।
গত ১৯শে নভেম্বর আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন এই কট্টর ডানপন্থি হাভিয়ের মিলেই। তিনি পুরোপুরি যুক্তরাষ্ট্রপন্থী বলে দাবি করেন নিজেকে। তিনি প্রতিবেশী ব্রাজিলসহ রাশিয়া ও চীনের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক এগিয়ে না নেয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন যে, আর্জেন্টিনার বন্ধু শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
আরও পড়ুন: কর বিরোধী বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা
কিছুদিন আগেও আর্জেন্টিনায় তেমন পরিচিত ছিলেন না মিলেই। তিনি মূলত অর্থনীতিবিদ ও রক মিউজিকের ভক্ত। অনলাইনে সমালোচকদের বিরুদ্ধে কঠোর আক্রমণ, এলোমেলো হেয়ারস্টাইলে কখনো কখনো মিম হয়েছে তাকে নিয়ে। ক্ষ্যাপাটে আচরণ, বেশভূষার কারণে এরই মধ্যে মিলেই পরিচিতি পেয়েছেন ‘মিনি ট্রাম্প’ হিসেবে।
মিলেই এর ক্ষ্যাপাটে প্রচারণা মিলে যায় ২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে উত্থান হওয়া ডোনাল্ড জে ট্রাম্পের সঙ্গে। নিউইয়র্ক টাইমস বলছে, ট্রাম্পের মতো আর্জেন্টিনার রাজনীতিতেও নতুন সেনসেশন হয়েছেন হাভিয়ের মিলেই।
একে

