রাজধানী বুয়েন্স এইরেসের প্রেসিডেন্ট প্রাসাদের সামনে ট্রাক্টার নিয়ে হাজির হয়ে নজির বিহীন বিক্ষোভ প্রদর্শন করেছেন আর্জেন্টিনার কৃষকরা। মূল্যস্ফীতি রোধে আরোপিত কর প্রত্যাহারের দাবিতে আয়োজিত এ বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার কৃষক।
রোববার (২৪ এপ্রিল) রাজধানীর কাসা রোসাদা প্রেসিডেন্ট প্রাসাদের সামনে ‘কর হ্রাস করুন’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে হাজির হন কৃষকরা। বিশ্বের শীর্ষ খাদ্য রপ্তানিকারকদের মধ্যে দেশটির কৃষকরা রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজের বিরুদ্ধে স্লোগানে মুখরিত করে বুয়েন্স এইরেসের রাজপথ।
বিজ্ঞাপন
বছরের পর বছর ধরে অত্যন্ত উচ্চ মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই করেছে আর্জেন্টিনা। ২০২১ সালে দেশটির দেশটির মূল্যস্ফীতি দাঁড়ায় ৫০ শতাংশে।
এমতাবস্থায় ল্যাটিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির প্রেসিডেন্ট ফার্নান্দেজ কৃষিপণ্যের ওপর কর বৃদ্ধি করে। গম এবং ভুট্টা রপ্তানির ওপর ধার্য করা হয় ১২ শতাংশ কর। এছাড়া সয়া, ময়দা এবং রান্নার তেল রপ্তানির ক্ষেত্রে ৩৩ শতাংশ পর্যন্ত কর বৃদ্ধি পায়।
কর হ্রাসের জন্য চিঠি দিয়ে সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল কৃষকরা। চিঠিতে উল্লেখ করা হয়, ‘আমাদের একটি সাধারণ দাবি রয়েছে: আমরা আর দড়ির জন্য অর্থায়ন করতে ইচ্ছুক নই যেটি আমাদের শ্বাসরোধ করার জন্য ব্যবহার করা হচ্ছে।’ খবর রয়টার্স।
স্বতঃস্ফূর্তভাবে আয়োজিত বিক্ষোভটিতে পাঠ করা হয়েছিল চিঠিটি। এছাড়া গণমাধ্যমের কাছেও সরবরাহ করা হয় চিঠিটি।
বিজ্ঞাপন
মূল্যস্ফীতি মোকাবিলায় অভ্যন্তরীণ সরবরাহকে অগ্রাধিকার দেওয়ার জন্য শস্য এবং মাংস খাতে হস্তক্ষেপ করেছিলেন রাষ্ট্রপতি ফার্নান্দেজ। এর আগেও মাংস রপ্তানির সীমাবদ্ধতার বিরুদ্ধেও প্রতিবাদ করেছিল দেশটির কৃষকরা। প্রতিবাদের মুখে অবশেষে শিথিল করা হয় মাংস রপ্তানির বাধ্যবাধকতা।
টিএম

