আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডানপন্থী উদারবাদী রাজনীতিবিদ হাভিয়ের মিলেই। স্থানীয় সময় গতকাল রোববার তাকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। তাকে আর্জেন্টিনার ‘মিনি ট্রাম্প’ বলে উল্লেখ করা হয়ে থাকে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচিত হওয়ার পরপরই হাভিয়ের মিলেই আর্জেন্টিনায় নতুন রাজনৈতিক যুগের সূচনা করার ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞাপন
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে মিলেই এর নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী নেতা সার্জিও মাসা। তিনি পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।আর্জেন্টিনার এ নির্বাচন এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন মুদ্রাস্ফীতি বাড়ছে এবং জনগণ তীব্র অর্থনৈতিক সংকটে আছেন।
আরও পড়ুন: কর বিরোধী বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা
জয়ের পর দেওয়া ভাষণে মিলেই বলেছেন, ‘আমরা এখন মুক্ত বিশ্বের সব জাতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যাচ্ছি।’ মিলেই এর জয়ে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘মিলেই আবারো আর্জেন্টিনাকে মহান করে তুলবেন।’
মিলেই এমন এক সময়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন যখন দেশটিতে মূল্যস্ফীতি প্রায় ২০০ শতাংশ (প্রায় ১৮৫ শতাংশ), দারিদ্র্যের হার ক্রমেই বাড়ছে এবং সব মিলিয়ে দেশের অর্থনীতি একটি মন্দার দিকে এগিয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
নির্বাচনের আগে মিলেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নতিকল্পে বেশ কিছু পরিকল্পনা প্রকাশ করেছিলেন। তিনি অর্থনৈতিক শক থেরাপির প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার পরিকল্পনার মধ্যে রয়েছে—কেন্দ্রীয় ব্যাংক বন্ধ করে দেওয়া, মুদ্রা হিসেবে পেসোকে বাতিল বা সংস্কার করা এবং সরকারি ব্যয় কমানো। তার এসব প্রতিশ্রুতি অর্থনৈতিক কারণে সংক্ষুব্ধ থাকা ভোটারদের অনুরণিত করেছিল, যা তার জয়ের জন্য সহায়ক ভূমিকা পালন করেছে।
কে এই হাভিয়ের মিলেই
কিছুদিন আগেও আর্জেন্টিনায় তেমন পরিচিত ছিলেন না মিলেই। তিনি মূলত অর্থনীতিবিদ ও রক মিউজিকের ভক্ত। অনলাইনে সমালোচকদের বিরুদ্ধে কঠোর আক্রমণ, এলোমেলো হেয়ারস্টাইলে কখনো কখনো মিম হয়েছে তাকে নিয়ে। ক্ষ্যাপাটে আচরণ, বেশভূষার কারণে এরই মধ্যে মিলেই পরিচিতি পেয়েছেন ‘মিনি ট্রাম্প’ হিসেবে।
আরও পড়ুন: আমেরিকার ক্যাপিটলের সেই তাণ্ডবের স্মৃতি ফিরল ব্রাজিলে
মিলেই এর ক্ষ্যাপাটে প্রচারণা মিলে যায় ২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে উত্থান হওয়া ডোনাল্ড জে ট্রাম্পের সঙ্গে। নিউইয়র্ক টাইমস বলছে, ট্রাম্পের মতো আর্জেন্টিনার রাজনীতিতেও নতুন সেনসেশন হয়েছেন হাভিয়ের মিলেই।
ওয়াশিংটন পোস্ট বলছে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক স্থবিরতা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে দেশটির ক্ষমতায় থাকা বামপন্থী দল। ফলে তরুণদের বেশিরভাগের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছেন ‘ক্ষ্যাপাটে’ মিলেই।
একে

