রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মার্কিন সেই সেনাকে বহিষ্কার করেছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

মার্কিন সেই সেনাকে বহিষ্কার করেছে উত্তর কোরিয়া
মার্কিন সেনা ট্র্যাভিস কিং- ফাইল ফটো/এনবিসি

দক্ষিণ কোরিয়ার মধ্য দিয়ে পালিয়ে আশ্রয় নেয়া মার্কিন সেনাকে বহিষ্কার করেছে উত্তর কোরিয়া। এই বছরের শুরুতে কোরীয় সীমান্ত দিয়ে উত্তর কোরিয়ায় প্রবেশ করেন ট্র্যাভিস কিং নামের মার্কিন ওই সেনা। উত্তর কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এর বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা ও বিবিসি।

কেসিএনএ বুধবার জানিয়েছে যে, উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ ট্র্যাভিস কিংকে জিজ্ঞাসাবাদ শেষ করেছে।


বিজ্ঞাপন


উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি বেআইনিভাবে উত্তর কোরিয়ায় প্রবেশের কথা স্বীকার করেছেন। কারণ তিনি মার্কিন সেনাবাহিনীর মধ্যে 'অমানবিক আচরণ এবং জাতিগত বৈষম্য' দেখতে পেয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ৮ লাখ উত্তর কোরীয়

কেসিএনএ জানিয়েছে, তদন্ত শেষ করার পর নির্দিষ্ট আইনের অধীনে অবৈধভাবে অনুপ্রবেশকারী মার্কিন সেনাবাহিনীর সৈনিক ট্রাভিস কিংকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া।

তবে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ কখন কিংকে বহিষ্কারের পরিকল্পনা করছে তা জানায়নি সংবাদমাধ্যমটি।


বিজ্ঞাপন


গত জুলাই মাসে দুই কোরিয়ার সীমান্তের একটি গ্রামের মধ্যে দিয়ে উত্তর কোরিয়ায় প্রবেশ করেন ট্র্যাভিস কিং। এর আগে হামলার দায়ে তিনি প্রায় দুই মাস দক্ষিণ কোরিয়ার কারাগারে বন্দী ছিলেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গত ১০ জুলাই তাকে দক্ষিণ কোরিয়ার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এরপর তাকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট ব্লিসের বাড়িতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেখানে তিনি অতিরিক্ত সামরিক শৃঙ্খলার মুখোমুখি হতে পারতেন এবং পরিষেবা থেকে মুক্তি পেতে পারতেন।

আরও পড়ুন: উত্তর কোরিয়ার এক টাকায় বাংলাদেশের কত টাকা?

বাড়িতে পাঠানোর জন্য তাকে কাস্টমস পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু বিমানে ওঠার আগেই তিনি বিমানবন্দর ত্যাগ করেন। সীমান্তবর্তী গ্রাম পানমুনজোম পার হয়ে উত্তর কোরিয়ায় প্রবেশের আগে তিনি কীভাবে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েছেন সেটি স্পষ্ট নয়।

দুই কোরিয়ার মধ্যকার সীমানা প্রচণ্ডভাবে সুরক্ষিত। তবে যৌথ নিরাপত্তা এলাকায় সীমান্তটি শুধু একটি নিম্ন কংক্রিটের বিভাজক দ্বারা চিহ্নিত করা হয়েছে। এখানে উভয় দিকে সৈন্য থাকা সত্ত্বেও অতিক্রম করা তুলনামূলকভাবে সহজ।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর