সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ঢাকা

পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৯ পিএম

শেয়ার করুন:

পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যা
ফাইল ফটো/রয়টার্স

অধিকৃত পশ্চিম তীরে অভিযানের সময় দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, তারা সেখানে সন্ত্রাস-বিরোধী অভিযান চালিয়েছে।

রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তুলকারেম শহরে দুই ফিলিস্তিনি ইসরায়েলি গুলির মারা গেছে। নিহত দুজনকে ওসাইদ আবু আলী (২২) এবং আবদ আল রহমান আবু দাগাশ (৩২) বলে শনাক্ত করা হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ব্যবহারের পানি নেই ফিলিস্তিনিদের, ইসরায়েলি বসতিতে সুইমিং পুল

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, শহরের কাছে নুর শামস শরণার্থী শিবিরে লড়াইয়ে একজন সেনা বন্দুকের গুলির আঘাতে আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, সেনারা ক্যাম্পের একটি বিল্ডিংয়ের ভিতরে একটি অপারেশনাল কমান্ড সেন্টার ভেঙে দিয়েছে এবং প্রচুর পরিমাণে বিস্ফোরক ডিভাইসও উদ্ধার করেছে।

আরও পড়ুন: স্বপ্ন ছিল আকাশছোঁয়ার, গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনা


বিজ্ঞাপন


তাদের দাবি, অভিযান চলাকালীন ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো ও বিস্ফোরক নিক্ষেপ করা হয়। এসময় গুলির মাধ্যমে প্রতিক্রিয়া জানায় তারা।

সূত্র: আরটি

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর