মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ঢাকা

স্বপ্ন ছিল আকাশছোঁয়ার, গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৩, ১০:৫০ এএম

শেয়ার করুন:

স্বপ্ন ছিল আকাশছোঁয়ার, গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনা
ইসরায়েলি সেনার হাতে নিহত আবু সাআন। ছবি: টুইটার

ফিলিস্তিনের পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় শুক্রবার গভীর রাতে একজনের মৃত্যু হয়েছে। অপরদিকে প্রতিদিনের মতো ভোরে অভিযান চালানোর সময় আরেক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে ১৮ বছরের কিশোর আবু সাআন গত সপ্তাহে হাইস্কুলের পড়া শেষ করে, স্বপ্ন ছিল অনেক বড় হওয়ার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার গভীর রাতে কুসাই জামাল মাতানের (১৯) মৃত্যুর ঘোষণা দিয়ে বলেছে, রামাল্লার পূর্বে বোরকা গ্রামে বসতি স্থাপনকারীরা গুলি করে তাকে হত্যা করেছে। খবর আল জাজিরার


বিজ্ঞাপন


খবরে বলা হয়েছে, সশস্ত্র বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি গ্রামে আক্রমণ করেছিল এবং বাসিন্দাদের ওপর গুলি চালিয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে ইসরায়েলি সেনারা ১৮ বছর বয়সী আরেক ফিলিস্তিনি যুবক মাহমুদ আবু সাআনকে গুলি করে হত্যা করেছে। শুক্রবার ভোরে তুলকারেমের নুর শামস শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরায়েলি সেনারা তার মাথায় গুলি করে। 

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে যে, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেছেন- একজন ইসরায়েলি সেনা সামরিক যান থেকে নেমে আবু সায়ানকে মাটিতে শুয়ে থাকা অবস্থায় মাথায় গুলি করে।


বিজ্ঞাপন


এক সপ্তাহ আগে হাইস্কুলের পড়া শেষ করেছিলেন আবু সাআন। গুলি করার পর তাকে তুলকারেমের থাবেত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর