সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ঢাকা

‘প্রি অয়রোপিন দ্যা লেসাই’ পুরস্কার পেলেন অরুন্ধতী রায়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৫ পিএম

শেয়ার করুন:

‘প্রি অয়রোপিন দ্যা লেসাই’ পুরস্কার পেলেন অরুন্ধতী রায়
ভারতের প্রখ্যাত সাহিত্যিক অরুন্ধতী রায়। ছবি: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের প্রখ্যাত সাহিত্যিক অরুন্ধতী রায় এবার ৪৫তম ‘প্রি অয়রোপিন দ্য লেসাই’ পুরস্কার পেয়েছেন। ভারতীয় লেখকদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কারে ভূষিত হন।

তার লেখা ‘আজ়াদি: ফ্রিডম, ফ্যাসিজম, ফিকশন’ বইটির ফরাসি অনুবাদ এই শিরোপা পেয়েছে। ভারতীয় মুদ্রায় পুরস্কারের মূল্য প্রায় ১৮ লাখ রুপি। 

আরও পড়ুন: ভারতের মুম্বাই বিমানবন্দরে অবতরণের সময় প্লেন ক্র্যাশ


বিজ্ঞাপন


জুন মাসে পুরস্কার প্রাপক হিসেবে অরুন্ধতীর নাম ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার সুইজারল্যান্ডের লুজানে ছিল সেই অনুষ্ঠান।

বিচারকমণ্ডলী একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘অরুন্ধতী রায় প্রবন্ধকে হাতিয়ার করে লড়েছেন। তিনি বর্তমান জীবনের অন্যতম বড় সমস্যা ফ্যাসিজমের স্বরূপ উদ্ঘাটন করেছেন নানান স্তরে। বহু মানুষের কাছে তার প্রবন্ধগুলো আশ্রয়ের মতো।’

আরও পড়ুন: ভারতে নিপাহ ভাইরাসের তীব্র সংক্রমণ, শনাক্ত ৬

পুরষ্কারের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান চার্লস ভিলন ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, "অরুন্ধতী রায় রচনাটিকে যুদ্ধের একটি রূপ হিসেবে ব্যবহার করেছেন।"

এ ঘোষণার পর এক বিবৃতিতে অরুন্ধতী রায় জানান, একজন লেখকের পক্ষে এটা বিশ্বাস করা এ ধরনের অহংকার ও বোকামীর বিষয় হবে যে তিনি তার লেখার মাধ্যমে বিশ্বকে পরিবর্তন করতে পারেন। কিন্তু যদি তিনি ওই পরিবর্তনের জন্য চেষ্টাও না করেন, তবে এটা দুঃখজনক হবে।


বিজ্ঞাপন


সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর