ভারতের মুম্বাই বিমানবন্দরে অবতরণের সময় বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়েছে একটি চার্টার্ড বিমান। রানওয়তে পিছলে গিয়ে ছিটকে যায় বিমানটি। এ সময় ভাগ্যের জোরে রক্ষা পান আট যাত্রী। তবে তাদের মধ্যে জখম হয়েছেন কয়েকজন।
বৃষ্টিতে পিচ্ছিল হয়েছিল রানওয়ে। অঝোরে বৃষ্টির কারণে দৃশ্যমানতাও কম ছিল। নামার সময় আট যাত্রীকে নিয়ে রানওয়েতে ছিটকে যায় বিমানটি। সংবাদসংস্থা এএনআইকে এ তথ্য জানিয়েছেন ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। তবে বরাত জোরে রক্ষা পেয়েছেন বিমানের ভিতর থাকা যাত্রীরা।
বিজ্ঞাপন
ওই বিমানের মধ্যে ছয়জন যাত্রী ছিলেন, দুইজন ক্রু সদস্য ছিলেন। অবিরাম বৃষ্টির কারণে রানওয়েতে দৃশ্যমানতা ৭০০ মিটারেরও কম ছিল।
আরও পড়ুন: আবর্জনা থেকে আয়: বাতিল কাগজপত্র বিক্রি করে ৬০০ কোটি!
রানওয়ে ২৭-এর কাছে ঘটেছে দুর্ঘনাটি। এরপর বন্ধ করে দেওয়া হয় রানওয়েটি। একাধিক প্লেনের অবতরণ স্থল ঘুরিয়ে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক ফ্লাইট। যাত্রীদের ভোগান্তিও চরমে উঠেছে। চার্টার্ড বিমানটির দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও উদ্ধারকারী দল। বিমানে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়।
সিভিল এভিয়েশনের ডিসিজিএ জানান, ভিএসআর ভেঞ্চারস লিয়ারজেট ৪৫ বিমানটি বিশাখাপত্তনম থেকে মুম্বাই আসছিল। রানওয়ে ২৭-এ পিছলে যায়। বিকেল ৫টা ২ নাগাদ দুর্ঘটনাটি ঘটে মুম্বাইয়ে। সেখানে কয়েক দিন ধরেই অঝোরে বৃষ্টি হচ্ছে। যার কারণে দৃশ্যমানতা কমে গেছে। বিমানে থাকা যাত্রীদের বের করে আনার পর বিমানের আগুন নিভিয়ে ফেলা হয়।
আরও পড়ুন: ‘দেশকে হাজার বছরের দাসত্বে ঠেলে দেবে ইন্ডিয়া জোট’
প্রসঙ্গত মধ্যপ্রদেশের বালাঘাটে ১৯ মার্চ ২০২৩-এর বিকেলে একটি প্রশিক্ষণার্থী বিমান বিধ্বস্ত হয়। বিমানটিতে একজন পাইলট এবং একজন প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন। দু’জনেই জীবন্ত পুড়ে মারা যান। বালাঘাট জেলার কির্ণপুরের ভাক্কুটোলা পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে। মহারাষ্ট্রের গোন্দিয়া জেলার বিরসি এয়ারস্ট্রিপ থেকে বিমানটি উড়েছিল। প্রায় ১৫ মিনিট পর, বিমানটি পাহাড়ে আঘাত করে এবং বিধ্বস্ত হয়।
বিজ্ঞাপন
এমইউ