ইতালি সীমান্তে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে সীমান্তে শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। ২০২২ সালের তুলনায় এ বছর ইটালি থেকে ফ্রান্সে আসা অনিয়মিত অভিবাসীদের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে।
ফ্রাঙ্কো-ইতালীয় দ্বিপাক্ষিক সম্পর্কে অভিবাসনকে সবসময় গুরুত্বের সঙ্গে দেখা হয়। ভূমধ্যসাগর পেরিয়ে ইতালিতে আসা অভিবাসীদের সংখ্যা বেড়ে গেলে তার প্রভাব পড়ে ফ্রান্সে। খবর ইনফোমাইগ্রেন্টসের
বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দক্ষিণ-পূর্ব ফ্রান্সের মন্তো শহরের সীমান্ত চৌকি পরিদর্শন করে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানা বলেছেন, 'আমাদের সীমান্তে অভিবাসন প্রবাহ ১০০ শতাংশ বেড়েছে, যা আল্পস মারিতিম ডিপার্টমেন্ট এবং পুরো আল্পস অঞ্চলকে প্রভাবিত করে। সীমান্তে দ্রুত শক্তিবৃদ্ধি করা হবে।'
আরও পড়ুন: অবৈধ অভিবাসী রুখতে নতুন আইন যুক্তরাজ্যে
জেরাল্ড দারমানা আরও বলেন, '২০০ জনেরও বেশি মোবাইল ফোর্স ইউনিট, পুলিশ এবং জেন্ডারমেরি সদস্যদের দ্রুত সীমান্ত এলাকায় মোতায়েন করা হবে। সীমান্তের পাহাড়ি অংশে রাতের টহলে নিযুক্ত সেনা সংখ্যা ৬০ জন থেকে ১২০ জন করা হবে। পাশাপাশি কাস্টমস কর্মকর্তাদের সংখ্যাও দ্বিগুণ করা হবে।'
এর আগে চলতি বছরের এপ্রিলের শেষ দিকে ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন এই এলাকায় অতিরিক্ত ১৫০ জন পুলিশ সদস্য পাঠানোর ঘোষণা দিয়েছিলেন। একই সময়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সীমান্তের অভিবাসী পারাপারে ব্যবহার করা পয়েন্টগুলো পর্যবেক্ষণ করতে ড্রোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
অপরদিকে, অভিবাসন নিয়ন্ত্রনে নতুন ফরাসি অভিবাসন বিলটি আগামী বছরের শুরুতে ফরাসি সিনেটে আলোচনার কথা রয়েছে। নতুন বিলে অভিবাসীদের সীমান্ত এলাকা থেকে ফেরত পাঠানোর সীমানা প্রসারিত করার পরিকল্পনা রাখা রয়েছে।
আরও পড়ুন: ইতালির উপকূলে অভিবাসী ঢল
বিজ্ঞাপন
বর্তমানে আইন অনুযায়ী সীমান্তের ২০ কিলোমিটার এলাকার মধ্যে আসা অনিয়মিত অভিবাসীদের ফিরিয়ে দিতে পারে ফরাসি কর্তৃপক্ষ। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করছি আরও বেশি প্রযুক্তি, দক্ষ ব্যবস্থাপনা এবং নতুন অভিবাসন আইনের সহায়তায় আগামী বসন্ত থেকে লড়াই জোরদার করতে সাহায্য করবে।
তিনি স্বীকার করেন, আফ্রিকার সাহেল অঞ্চলে চলমান অস্থিরতাসহঅনেক কারণে অভিবাসন চাপ বেড়ে যাচ্ছে।
একে

