শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ঢাকা

ভারতে উপনির্বাচন: বিজেপিবিরোধী লড়াইয়ে জিতল ইন্ডিয়া জোট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

ভারতে উপনির্বাচন: বিজেপিবিরোধী লড়াইয়ে জিতল ইন্ডিয়া জোট
ভারতের সাত আসনের উপনির্বাচনের তিনটিতে জিতেছে বিজেপি। ছবি: পিটিআই

ভারতের সাত আসনের উপনির্বাচনের চারটিতে জিতেছে ইন্ডিয়া জোট। বিজেপিবিরোধী লড়াইয়ে এটাই তাদের প্রথম সাফল্য। অপরদিকে এ উপনির্বাচনের তিনটিতে জিতেছে বিজেপি। ইন্ডিয়া জোটের এই ফলাফলকে বড় জয় হিসেবে বর্ণনা করছে ভারতের বিরোধী রাজনৈতিক দলের নেতারা।

গত ৫ সেপ্টেম্বর ভারতের মোট ছয় রাজ্যের সাত বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল। এর মধ্যে ত্রিপুরার দুই আসনের দু’টিতেই বিপুল ব্যবধানে জিতেছে বিজেপি। সেখানে মূল প্রতিদ্বন্দ্বী ছিল সিপিএম। 


বিজ্ঞাপন


সিপিএম-এর দাবি ত্রিপুরার ওই দুই আসনে ব্যাপক ভোট কারচুপি হয়েছে। এমনকি বিরোধী রাজনৈতিক দলের এজেন্টদেরও বসতে দেওয়া হয়নি। ত্রিপুরা ছাড়া বিজেপি আরেকটা আসন জিতেছে উত্তরাখণ্ডে। ওই আসনটি বিজেপিরই দখলে ছিল। সেখানে এবারে মাত্র ২৪০৫ ভোটে কংগ্রেসকে হারিয়েছে বিজেপি।

আরও পড়ুন: এবার শেখ হাসিনাসহ ১৫ রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করবেন মোদি

বাকি চার আসনে জিতেছে বিরোধী দলীয় জোট ইন্ডিয়া। এর মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির শক্ত ঘাঁটি ধূপগুড়ি ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তাৎপর্যপূর্ণভাবে যোগীর ঘাঁটি উত্তরপ্রদেশেও ঘোসি আসনটি ছিনিয়ে নিয়েছে ইন্ডিয়া জোটের সঙ্গী সমাজবাদী পার্টি। সেখানে অখিলেশদের জয়ের ব্যবধানও বড়ই হতে চলেছে। 

ঝাড়খণ্ডের দুমড়ি আসনটি দখল করেছে সেরাজ্যের শাসকদল জেএমএম। বিজেপির জোটসঙ্গী আজসু পার্টিকে হারিয়েছে হেমন্ত সোরেনের দল। এছাড়া কেরালার পুথুপল্লি আসনটি দখল করেছে কংগ্রেস। সিপিএমকে সেখানে প্রায় ৩৮ হাজার ভোটে হারিয়েছেন কংগ্রেসের চান্ডি ওমেন। বিজেপি ওই কেন্দ্রে জামানত খুইয়েছে।


বিজ্ঞাপন


দেশের ছয় রাজ্যের উপনির্বাচনের এই ফলাফলকে ইন্ডিয়া জোটের বড় জয় হিসেবে দেখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিল্লি যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”এটা ইন্ডিয়া টিমের বড় জয়। এভাবেই মানুষ আস্তে আস্তে সিদ্ধান্ত নিক, আমি এটাই চাই।” 

আরও পড়ুন: পৃথিবী এবং চাঁদের সঙ্গে সেলফি তুলল ভারতের আদিত্য এল-১

মমতা আরও বলেন, “৭টার মধ্যে ৪টি আমরা জিতেছি। ওরা যে তিনটে জিতেছে তার মধ্যে ত্রিপুরাতেই দুটো। ত্রিপুরার ফল নিয়ে আমার কোনো মাথাব্যাথা নেই। বাকি জায়গায় আমরা ভালো করেছি।” এ দিন উপনির্বাচনের ওই ফলাফলের প্রসঙ্গ তুলে কংগ্রেসও দাবি করছে, লোকসভায় বিজেপির হার নিশ্চিত। 

সূত্র : দ্যা টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর