স্ট্রোক প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ডক্টরস রান এর উদ্যোগে আয়োজিত ‘রান ফর স্ট্রোক প্রিভেনশন ২০২৬ (সিজন ১)’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে এই স্বাস্থ্য সচেতনতামূলক দৌড়ের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রানিং কমিউনিটির সদস্যরা অংশ নেন।
এই আয়োজনে বাংলাদেশি ম্যারাথন এনথুসিয়াস্টস (বিএমই) টিমের মোট পাঁচজন রানার অংশগ্রহণ করেন। এ ছাড়া বিএমই টিমের এডমিন ওয়াসিম আকরাম অতিথি রানার হিসেবে ইভেন্টে অংশ নেন।
বিজ্ঞাপন
জিয়া উদ্যানে অনুষ্ঠিত এই ইভেন্টের সার্বিক আয়োজন করে ডক্টরস রান। মাত্র ৪৫০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হলেও অংশগ্রহণকারীদের জন্য ছিল মানসম্মত ও পরিপূর্ণ আয়োজন। রেজিস্ট্রেশন কিট ব্যাগে বিব নম্বর, জার্সি এবং স্মারক মগ প্রদান করা হয়, যা অংশগ্রহণকারীদের কাছে প্রশংসিত হয়েছে।
দৌড়ের পুরো ট্র্যাকজুড়ে ছিল পর্যাপ্ত হাইড্রেশন সুবিধা। পাশাপাশি রানারদের জন্য খেজুর, বরই, কমলা ও কলাসহ বিভিন্ন ধরনের ফলমূলের ব্যবস্থা রাখা হয়। দৌড় শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় প্রিমিয়াম মানের কাস্টমাইজড মেডেল। এ ছাড়া সকল অংশগ্রহণকারী পান রিফ্রেশমেন্ট ও প্রিন্টেড সার্টিফিকেট।
এই ইভেন্টের একটি ব্যতিক্রমী দিক ছিল ফ্রি মেডিক্যাল চেকআপ সুবিধা। অংশগ্রহণকারীদের জন্য ইসিজিসহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ রাখা হয়, যা দৌড়বিদদের স্বাস্থ্য সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন
অনুষ্ঠান শেষে লটারির আয়োজন করা হয়। বিব নম্বর অনুযায়ী ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
স্বল্প রেজিস্ট্রেশন ফিতে এত বিস্তৃত সুযোগ-সুবিধা ও সুশৃঙ্খল আয়োজনের জন্য ডক্টরস রান প্রশংসা কুড়িয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও স্বাস্থ্য সচেতনতামূলক এমন আয়োজন অব্যাহত থাকবে। এ ধরনের সফল আয়োজনের জন্য ড. উজ্জ্বল কুমার মল্লিকের ভূমিকাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
এএইচ/এফএ

