রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাইলস্টোন ট্রাজেডি: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষিকা ও ছাত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

hospital
আরও দুজনকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও দুজনকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা হলেন প্রতিষ্ঠানটির শিক্ষিকা সুমাইয়া রহমান লরিন ও শিক্ষার্থী নূরী জান্নাত ইউশা। এখনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন ২৪ জন। যার মধ্যে একজন আইসিইউতে।

রোববার (১০ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের (ভারপ্রাপ্ত) পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

অল্পে বেঁচে যাই, হয়তো আমিও লাশ হয়ে যেতাম: মাইলস্টোনের অধ্যক্ষ

পরিচালক বলেন, আজ জাতীয় বার্ন ইউনিট থেকে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্র পাওয়া নুরী জান্নাত ইউশার শরীরের ১০ শতাংশ এবং শিক্ষিকা সুমাইয়া রহমান লরিনের ১৮ শতাংশ দগ্ধ হয়েছিল। গত ২২ জুলাই থেকে তারা আমাদের এখানে ভর্তি ছিলেন।

Milston-tragedi

জানা গেছে, নুরী জান্নাত ইউশা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বাড়ি ফিরে যেতে পেরে সে খুশি। তার গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলে। আর শিক্ষিকা সুমাইয়ার রহমান লরিন মাইলস্টোনের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা। তার বাসা উত্তরার দক্ষিণ খান থানা এলাকায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

মাইলস্টোন ট্রাজেডি: জরুরি চিকিৎসা সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন

এদিকে ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, সবাইকে দ্রুত নিজ নিজ ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য পুরো টিমকে নিয়ে কাজ করে যাচ্ছেন তারা। একই সাথে তিনি আহতদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এসএইচ/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর