মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাঙালির মুক্তি আন্দোলনের আলোকবর্তিকা ৭ মার্চের ভাষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৪, ০১:৫১ পিএম

শেয়ার করুন:

loading/img

যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এ কর্মসূচিতে অংশ নিয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তির আন্দোলনের আলোকবর্তিকা বলে মন্তব্য করেছেন সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সোসাইটির জাতীয় সদর দফতরে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। সদর দফতর ছাড়াও দেশের ৬৪ জেলায় ৬৮টি রেড ক্রিসেন্ট ইউনিটে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি।


বিজ্ঞাপন


IMG-20240307-WA0002

কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় জাতীয় সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেন সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান এবং রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত মহাসচিব সুলতান আহমেদ। পরে ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সোসাইটির বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালকসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং যুব-স্বেচ্ছাসেবকরা।

শ্রদ্ধা জ্ঞাপন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. নূর-উর-রহমান বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তির আন্দোলনের আলোকবর্তিকা। এই ভাষণই মূলত এদেশের মানুষকে স্বাধীনতা ছিনিয়ে আনতে অনুপ্রাণিত করেছে। আজ বিশ্ব পরিমন্ডলে এই ভাষণ ঐতিহাসিক ভাষণ হিসেবে স্বীকৃত। এজন্য জাতি হিসেবে আমরা গর্বিত।

IMG-20240307-WA0001


বিজ্ঞাপন


সোসাইটির ভারপ্রাপ্ত মহাসচিব সুলতান আহমেদ বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আজও একইভাবে আমাদের উজ্জীবীত করে এবং প্রেরণা যোগায়। আমরা যেন সেই প্রেরণা নিয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশের স্বার্থে কাজ করি এ বিষয়ে সকলকে লক্ষ্য রাখতে হবে।

পরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন রেড ক্রিসেন্টের বিভিন্ন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী এবং যুব-স্বেচ্ছাসেবকরা।

এমএইচ/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

News Hub