শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

আবারও ইউএনডিপির শুভেচ্ছাদূত জয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪১ এএম

শেয়ার করুন:

আবারও ইউএনডিপির শুভেচ্ছাদূত জয়া

হলিউড-বলিউডের অনেক তারকা সমাজসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করেন। আন্তর্জাতিক নানা সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জনহিতকর কাজ করে থাকেন। ঢালিউড তারকারাও এ ধরনের কাজ থেকে পিছিয়ে নেই। এখানকার অনেকে শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন

তাদের একজন জয়া আহসান। ফের দুই বছরের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি তথা ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করবেন তিনি। সামাজিক মাধ্যমে এ খবর জয়া নিজেই দিয়েছেন।


বিজ্ঞাপন


নিজের ফেসবুকে জয়া লিখেছেন, ‘দ্বিতীয়বারের মতো ইউএনডিপির শুভেচ্ছাদূত হতে পেরে আমি একদিকে যেমন আনন্দিত আরেকদিকে অনেক সম্মানিত বোধ করছি। আগামী দুবছর ইউএনডিপির সাথে আমি জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তন, পরিবেশ ইত্যাদি বিষয়ে একসাথে কাজ করব। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনেও সচেতনতা বাড়াতে কাজ করব।’

বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘এসডিজি অর্জনের জন্য মাত্র সাত বছর বাকি আছে, আমাদের এ পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তোলার জন্য এটাই উপযুক্ত সময়। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন করতে হলে নাগরিক হিসাবে আমাদের প্রত্যেককে নিজেদের ভূমিকা পালন করতে হবে।’

jaya ahsan

এ প্রসঙ্গে জাতিসংঘের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জয়া আহসান ২০২২ সাল থেকে গত এক বছর ধরে ইউএনডিপি’র শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন এবং আগামী ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত স্বেচ্ছাসেবক হিসেবে ইউএনডিপির সঙ্গে কাজ করবেন।


বিজ্ঞাপন


ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ‘জয়া আহসানের মতো একজন, যিনি শুধু জনপ্রিয় শিল্পী নন, পাশাপাশি সমাজ উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ, এমন একজন ইউএনডিপির শুভেচ্ছা দূত হওয়াতে আমরা সৌভাগ্যবান। গত ১ বছরে তার মাধ্যমে আমাদের কথা দেশ ও দেশের বাইরে মানুষকে আরও বেশি করে পৌঁছানো গেছে এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারব, যা একটি সুন্দর, সুখী এবং সবার জন্য সমান একটি পৃথিবী গড়ে তোলার জন্য সহায়ক হবে।’

সম্প্রতি জয়া শেষ করেছেন তার ক্যারিয়ারের প্রথম হিন্দি সিনেমা ‘করক সিংহ’। বলিউডের এই সিনেমটি নির্মাণ করেছেন বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে জয়াকে। তার বিপরীতে আছেন পঙ্কজ ত্রিপাঠি।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর