শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন মিম

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে ২০২২, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন মিম
বিদ্যা সিনহা মিম । ছবি: সংগৃহীত

হলিউড-বলিউডের অনেক তারকা সমাজসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করেন। আন্তর্জাতিক নানা সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জনহিতকর কাজ করে থাকেন। ঢালিউড তারকারাও এ ধরনের কাজ থেকে পিছিয়ে নেই। এখানকার অনেকে শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন।

এবার সেই তালিকায় নাম লেখালেন বিদ্যা সিনহা মিম। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। এর মাধ্যমে শিশু অধিকার রক্ষায় বড় পরিসরে কাজ করবেন তিনি।   


বিজ্ঞাপন


আজ বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন মিম। এ সময় উপস্থিত ছিলেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি মি. শেলডন ইয়েট।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে মিম বলেন, ‌‘সারাদেশে শিশুদের জন্য তাদের শিক্ষা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে ইউনিসেফ আমাদের সঙ্গে আছে। আমি দীর্ঘদিন ধরে শিশুদের জন্য ইউনিসেফের কাজে মুগ্ধ। প্রতিটি শিশুর অধিকার প্রতিষ্ঠায় সেই কাজের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘শিশু ও নারীদের অধিকারের জন্য সোচ্চার হওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমি সেই দায়িত্ব ইউনিসেফের সঙ্গে একত্রে পালন করতে মুখিয়ে আছি।’

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি মি. শেলডন ইয়েট বলেন, ‘মিম তার অসীম প্রাণশক্তি ও উদ্যম এবং বাংলাদেশের সবচেয়ে অবহেলিত শিশু ও নারীদের সুরক্ষিত রাখার দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হলেন। তাকে সঙ্গে পেয়ে আমরা আনন্দিত এবং প্রতিটি শিশুর অধিকার ও সার্বিক কল্যাণের জন্য তার সঙ্গে কাজ করতে প্রস্তুত।’


বিজ্ঞাপন


এখন থেকে মিম বাংলাদেশে ইউনিসেফের দূত হিসেবে আরিফা পারভিন জামান মৌসুমী, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জুয়েল আইচ এবং অ্যাডভোকেট রাবা খানের সঙ্গে হয়ে কাজ করবেন।

আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর