জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুরের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন তার প্রক্তন স্ত্রী মডেল-অভিনেত্রী মারিয়া মিম। সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।
সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ এনে ফেসবুক মিম লিখেছেন, ‘আরশের পরীক্ষা শেষ হওয়ার কারণে কয়েকদিনের জন্য ওর বাবার বাসায় গিয়েছিল। এটা যেতেই পারে বেড়াতে, স্বাভাবিক। যখন আমি আরশকে বাসায় নিয়ে আসি তখন বোঝা যায় ওকে ব্রেন ওয়াশ করা হয়েছে। এটা আবার দু-তিন দিন পর ঠিক হয়ে যায়। আবার সবকিছু নরমাল হয়ে যায়।’
বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, ‘আরশ যখন ওই বাসায় যায় তখন ওর মাথায় দেওয়া হয় ১২ বছর হলে তোমাকে কোর্টে নেবে তখন তুমি বলবা বাবার কাছে থাকব। এ সবই এই ছোট বাচ্চাকে বলা হয়। এখন আমার কথা হলো—এত কষ্ট করে বাচ্চা লালন করছি আমি, স্কুলে থেকে শুরু করে সবকিছু ভরণপোষণ আমি করি, আমি বড় করতেছি আর সে বড় করে নিয়ে যাবে ১২ বছর হলে। আমি এখন মামলা দেব যে, বাচ্চা নিয়ে ব্রেন ওয়াশ করে পাঠানো হয়। যখনই বাসায় যায় তখনই এমনটা করে। আমি এর শেষ দেখে ছাড়ব।’
এ সম্পর্কিত আরও খবর
জয়াকে আল্লাহ হেদায়াত দান করুন: সিদ্দিক
হিজাব-কাণ্ডে শিক্ষিকার শাস্তি হওয়া উচিত: সিদ্দিক
ভালোবেসে মিমকে বিয়ে করেছিলেন সিদ্দিক। ২০১২ সালের ২৪ মে তাদের বিয়ে হয়। এর এক বছর পর ২৫ জুন তাদের সন্তান আরশের জন্ম হয়। ২০১৮ সাল থেকে মডেলিং ও অভিনয় ক্যারিয়ার গড়তে চাইলে তাতে রাজি হননি সিদ্দিক। তার চাওয়া ছিল, মিম ঘর সামলাক। এ নিয়ে সৃষ্ট জটিলতায় তাদের বিচ্ছেদ হয়ে যায়।
বিজ্ঞাপন
/আরএসও

