মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জয়াকে আল্লাহ হেদায়াত দান করুন: সিদ্দিক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ০৬:০০ পিএম

শেয়ার করুন:

জয়াকে আল্লাহ হেদায়াত দান করুন: সিদ্দিক

এই তো কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কমনীয় রূপ তুলে ধরেছিলেন জয়া আহসান। সেখানে দেখা গিয়েছিল, তিনি গায়ে চাপিয়েছেন কমলা রঙের বুক খোলা কার্ডিগেন। তার কালো বক্ষবন্ধনী ভেদ করে বিদ্রোহ করছে বেয়াড়া যৌবন। শরীরের বাঁকে বাঁকে আবেদন উল্লাস করছে বাঁধ ভেঙে আছড়ে পড়া বানের পানির মতো। উন্মুক্ত ক্লিভেজে চুমু খাচ্ছে সাপের মতো এঁকে-বেঁকে নেমে আসা কেশরাজি।

জয়ার এমন ছবি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনুরাগীরা সৌন্দর্যের প্রশংসা করলেও অনেকেই তার এমন খোলামেলা উপস্থাপন মেনে নিতে পারেননি। ছবিগুলোকে অশালীন ও উস্কানিমূলক বলে আখ্যায়িত করছেন। তাদের এই দাবীকে যৌক্তিক মনে করছেন কৌতুক অভিনেতা সিদ্দিকুর রহমান। ফেসবুকে জয়ার একটি ছবি প্রকাশ করে নিজের মতামত জানিয়েছেন তিনি। আল্লাহর কাছে জয়ার জন্য হেদায়েত প্রার্থনা করেছেন তিনি।


বিজ্ঞাপন


সিদ্দিক লিখেছেন, ‘শালীনতা (ইংরেজি: Modesty, উচ্চারণ: মডেস্টি) হলো পোশাক ও আচরণের ধরন, যার উদ্দেশ্য হলো অপরকে শারীরিক বা যৌন আকর্ষণে উৎসাহিতকরণ থেকে বিরত থাকা। তবে এর মানদন্ডের বিভিন্নতা ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। এক্ষেত্রে, বলা যায় যে, শরীরের নির্দিষ্ট কিছু অংশ ঢেকে না রাখাকে অনৈতিক এবং অশালীন বলে বিবেচিত হয়।’

এসময় এই কৌতুক অভিনেতা আরও লেখেন, ‘অনেক দেশে, নারীদের পুর্ণরূপে পোশাকে আবৃত রাখা হয়, যেন পুরুষেরা তাদের দ্বারা আকর্ষিত না হয় এবং তাদের জন্য পরিবারের সদস্য ছাড়া অন্য পুরুষদের সঙ্গে কথা বলা নিষিদ্ধ। আবার যেখানে বিকিনি পরার প্রচলন স্বাভাবিক সেখানে এক টুকরো কাপড় পরাও শালীন বলে বিবেচিত হয়।’

এরপর জয়ার জন্য আল্লাহর কাছে হেদায়েত প্রার্থনা করেন সিদ্দিক। তিনি লেখেন, ‘পৃথিবীর অধিকাংশ দেশেই লোকসম্মুখে নগ্নতাকে অভদ্র শরীর প্রদর্শন মনে করা হয়। মাঝে মাঝে কিছু ছবি আমার মনকে খারাপ করে দেয়। আমরা আসলে কি করতে চাই? আমাদের কী করা উচিত? সেটা নিয়ে আমাদের আরও বেশি করে ভাবতে হবে। তা না হলে সমাজ ও জাতি আমাদের কাছ থেকে কী পাবে বলুন?  শিল্পী হিসেবে জন্ম নিয়ে সমাজও জাতিকে যদি কোনো কিছু দিতে না পারি তাহলে বেঁচে থাকার সার্থকতা কোথায় বলুন? আল্লাহ পাক সবাইকে হেদায়েত করুন।’

ফেসবুকে নিয়মিত সরব থাকেন সিদ্দিক। চলমাম প্রায় ইস্যুতেই নিজের মত প্রকাশ করেন তিনি। কিছুদিন আগে নাটকে অশ্লীল শব্দ প্রয়োগের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি।


বিজ্ঞাপন


আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর