সদ্য বিদায়ী বছরটা ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের শুরু হয়েছিল ‘পরাণ’ ছবির মাধ্যমে। এই ছবিতে তার অভিনয় দর্শকের নজর কেড়েছে। এই ছবিতে অনন্যা চরিত্রে তার অভিনয় এতটাই প্রাণবন্ত ছিল যে চরিত্রের নেতিবাচকতার জন্য দর্শকের গালমন্দও হজম করতে হয়েছে তাকে।
দেশ-বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সুবাস ছড়িয়ে এরইমধ্যে ইতিহাস সৃষ্টি করেছে ‘পরাণ’। পেয়েছে সুপার ডুপার হিট ছবির খেতাব। এখনও আবেদন হারায়নি চলচ্চিত্রটি। মুক্তির ১৮৩ দিন পেরিয়ে গেলেও চলছে সিনেমা হলে। পাশাপাশি গত বছর মুক্তি পাওয়া মিম অভিনীত ‘দামাল’ সিনেমাও প্রেক্ষাগৃহে অতিক্রম করেছে ৭২ দিন। এ খবর সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন মিম নিজেই।
বিজ্ঞাপন

নিজের ফেসবুকে ‘পরাণ’ ও ‘দামালে’র দুটি পোস্টার প্রকাশ করে মিম লিখেছেন, “এখনও চলছে ‘পরাণ’! চলছে ‘দামাল’। ‘পরাণ’ ১৮৩তম দিন, ‘দামাল’ ৭২তম দিন।”
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘পরাণ’। এতে মিমের সঙ্গে জুটি বেঁধেছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। ছবির প্রযোজক লাইভ টেকনোলোজিস। রায়হান রাফী নির্মিত এই চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন শাহাজাহান সৌরভ ও রাফী নিজেই।

বিজ্ঞাপন
‘দামালে’র নির্মাতাও রায়হান রাফী। মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি হয়েছে সিনেমাটির গল্প। মিম ছাড়া এতে আরও অভিনয় করেছেন শরিফুল রাজ, সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ। ফরিদুর রেজা সাগরের কাহিনিতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির পরিচালক রায়হান রাফি। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দোলা।
বর্তমানে মিম ব্যস্ত আছেন কলকাতার একটি ছবির কাজ নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন জিৎ। ‘মানুষ’ নামের এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন সঞ্জয় সমদ্দার।
আরআর

