সোমবার, ৬ মে, ২০২৪, ঢাকা

পাকিস্তানি ছবি মুক্তির অনুমতি প্রত্যাহার করল ভারত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২, ০৯:৪৬ এএম

শেয়ার করুন:

পাকিস্তানি ছবি মুক্তির অনুমতি প্রত্যাহার করল ভারত

ধুঁকতে থাকা পাকিস্তানি চলচ্চিত্র শিল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ সিনেমাটি। দেশটির ইতিহাসের সবথেকে বেশি আয় করা সিনেমা এটি।

এই সফলতার জেরে ভারতে সিনেমাটি মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল। পরিবেশনার দায়িত্ব নিয়েছিল জি-স্টুডিও। মুক্তির তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারিত ছিল। কিন্তু প্রথমে অনুমতি দিলেও এক দিন পরই সেটি প্রত্যাহার করে নিয়েছে ভারতের সেন্সর সার্টিফিকেশন বোর্ড। জি স্টুডিওর একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, এর মাধ্যমে ভারতে ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ল।


বিজ্ঞাপন


এ সম্পর্কিত আরও খবর
জেদ্দা বিমানবন্দরে ব্যাগ হারিয়ে বিপাকে পাকিস্তানি নায়িকা
ইতিহাস ‍সৃষ্টি করল পাকিস্তানের এই সিনেমাটি

কিছুদিন আগেই সৌদি আরবে রেড সি চলচ্চিত্র উৎসবে পাকিস্তানি সিনেমার উত্থানের ভূয়সী প্রশংসা করেছিলেন ভারতীয় অভিনেতা রণবীর কাপুর, যা নিয়ে পরে প্রবল রোষের মুখে পড়তে হয় এ অভিনেতাকে।

গত ১৩ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পায় ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’। মাত্র ৪৫ কোটি পাকিস্তানি রুপি বাজেটের সিনেমাটি এ পর্যন্ত প্রায় আড়াই শ কোটির ব্যবসা করেছে। ছবিটিতে অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান প্রমুখ।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর