রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

ইতিহাস ‍সৃষ্টি করল পাকিস্তানের এই সিনেমাটি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

ইতিহাস ‍সৃষ্টি করল পাকিস্তানের এই সিনেমাটি

হিন্দি ছবির দাপটে পকিস্তানের সিনেমা সবসময় কোণঠাসা হয়ে থাকে। সেকারণে এখনও সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি দেশটির চলচ্চিত্র শিল্প। তবে এবার ইতিহাস সৃষ্টি করল সেখানকার ‘দ্য লেজেন্ড অব মৌলা জাঠ’ সিনেমাটি।

ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত সিনেমাটি মুক্তির দশ দিনে ঢুকে গেছে এক শ কোটির ক্লাবে। এই প্রথম কোনো পাকিস্তানি সিনেমা এত টাকা আয় করল।


বিজ্ঞাপন


ছবিটি নিয়ে তাই কথা হচ্ছে বিশ্বব্যাপী। একটি ছবি দিয়ে এমন ঘুরে দাঁড়ানোর প্রশংসা করছেন সিনেবোদ্ধারা। মূলত ‘দ্য লেজেন্ড অব মৌলা জাঠ’ ছবিটি নির্মিত হয়েছে ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মৌলা জাঠ’ নামের ক্লাসিক ঘরানার ছবির ওপর ভিত্তি করে। যার পরিচালনার দায়িত্বে ছিলেন ইউনুস মালিক। আর ‘দ্য লেজেন্ড অব মৌলা জাঠ’ নির্মাণ করেছেন বিলাল লসহরি।

২০১৩ সালে পরিচালক এই ছবি প্রসঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা দিলেও এর চিত্রনাট্য নিয়ে দীর্ঘ দিন কাজ করেছেন। পাকিস্তানি ধারাবাহিক ‘হামসাফার’-এ অভিনয়ের মধ্য দিয়ে ফাওয়াদ-মাহিরার জুটি বেশ জনপ্রিয় হয়। দর্শক তাদের জুটি হিসেবে দেখার জন্য রীতিমতো মুখিয়ে ছিলেন। অবশেষে এই ছবির মাধ্যমে তাদের সেই ইচ্ছাপূরণ হলো।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর