মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাফী আশ্বাস দিয়েছিলেন দীঘিকে, নায়িকা করলেন তমাকে

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ০২:১৬ পিএম

শেয়ার করুন:

রাফী আশ্বাস দিয়েছিলেন দীঘিকে, নায়িকা করলেন তমাকে

পেশাগত জীবনে রাজনীতির শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সামাজিক মাধ্যমে দেওয়া তার একটি নাতিদীর্ঘ লেখনি থেকে তেমনটাই আন্দাজ করা গেল। পরে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, চূড়ান্ত আশ্বাস দেওয়ার পরও অজানা কারণে তাকে কাস্টিং থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও সেখানে কারও নাম উল্লেখ করেননি তিনি।

বিষয়টি নিয়ে বিস্তারিত জানার জন্য ঢাকা মেইল যোগাযোগ করে দীঘির সঙ্গে। তবে ক্যারিয়ারের ক্ষতি হওয়ার শঙ্কায় এ নিয়ে তেমন কিছু বলতে চাইলেন না। জানালেন, বাধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে চান তিনি। তাই ক্যারিয়ারের বিষয়টি বিবেচনা করে তাকে চাপ প্রয়োগ করা হয়নি।


বিজ্ঞাপন


Dighi

তবে দীঘির ঘনিষ্ঠ এক ব্যক্তির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, রায়হান রাফীর রাজনীতির শিকার এ নায়িকা। তার নির্মিতব্য একটি সিনেমা থেকে হুট করে তার বদলে অন্য নায়িকাকে নিয়েছেন তিনি।

ওই ব্যক্তি বলেন, “আমি নিশ্চিত করে আপনাকে বলছি যে, ‘সুড়ঙ্গ’ ছবির ব্যাপারে রায়হান রাফীই যোগাযোগ করেছিলেন দীঘির সঙ্গে। জানিয়েছিলেন নিশোর বিপরীতে এ ছবিতে তাকে কাস্ট করা হবে। পরে ছবিটির ব্যাপারে দুইবার দীঘি ও রাফী মুখোমুখি বসেন এবং একাধিকবার বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা হয় তাদের।”

তিনি আরও বলেন, “একজন অভিনয়শিল্পীকে যতটা স্বপ্ন দেখানো প্রয়োজন তার সবগুলোই যত্ন সহকারে দীঘিকে দেখিয়েছিলেন রাফী। ছবির গল্প শুনিয়েছিলেন। তিনি দীঘিকে নিয়মিত নির্দেশনা দিয়েছিলেন। বলেছিলেন, এ চরিত্রটার জন্য তোমার নিজেকে ভাঙতে হবে, প্রস্তুত হতে পরিশ্রম করতে হবে। রাফীর কথামতো মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছিলেন তিনি। গল্প অনুযায়ী তৈরি হচ্ছিলেন। এরপর বেশকিছুদিন ছবিটি নিয়ে আর কথা হয়নি রাফী-দীঘির। দীঘি ভেবেছিলেন হয়তো রাফী ব্যস্ত আছেন। সেকারণেই কথা হচ্ছে না। ছবি সম্পর্কিত ব্যাপারে সময়মতো ঠিকই কথা হবে। কিন্তু সেই সময় আর ধরা দেয়নি দীঘির হাতে। এরইমধ্যে ‘সুড়ঙ্গ’ সিনেমার ঘোষণা দেন রাফী। সেখানে জানান, নিশোর বিপরীতে অভিনয় করবেন তমা মির্জা।”


বিজ্ঞাপন


এ সম্পর্কিত আরও খবর
ফিল্ম পলিটিক্সের কারণেই ওটিটিতে সফল: তমা মির্জা
এর আগে আমাকে ঠিকমতো উপস্থাপন করা হয়নি: দীঘি

গণমাধ্যমে খবরটি পড়ে দীঘি অবাক হন বলে জানান সেই ঘনিষ্ঠজন। তিনি বলেন, “রাফী ‘সুড়ঙ্গ’ সিনেমায় দীঘিকেই সাইনিং করাবেন বলে নিশ্চিত করেছিলেন। কিন্তু হঠাৎ সেখানে অন্য নায়িকার নাম দেখে দীঘি অবাক হন। যোগাযোগ করেন রাফীর সঙ্গে। এ সময় রাফী তার পরবর্তী ছবিতে দীঘির জন্য ভালো একটি চরিত্র রেখেছেন বলে জানান। সেইসঙ্গে সাইনিংয়ের আশ্বাসের ব্যাপারটি বেমালুম অস্বীকার করেন। নিজের সিনেমায় নির্মাতা যে কাউকে যুক্ত করতে পারেন বলে বিশ্বাস করেন দীঘি। কিন্তু রাফী বিষয়টি নিয়ে তার সঙ্গে আলোচনা করে নিতে পারতেন বলে মনে করেন তিনি। এটাকে সাধারণ ভদ্রতা বলে মনে করেন দীঘি। কিন্তু সেই ভদ্রতাটুকুও তার সঙ্গে দেখাননি এই নির্মাতা।”

রাফী-তমা মির্জার প্রেমের বিষয়টি এখন ওপেন সিক্রেট। তারা অস্বীকার করলেও তা কেউ আমলে নেন না। যেকোনো জায়গায় কাছের মানুষের প্রধান্য থাকে। তমার যুক্ত হওয়ার ক্ষেত্রে সেরকম হওয়াটা অমূলক নয় বলে মনে করেন দীঘি, জানালেন সেই ঘনিষ্ঠজন।

Rafi Tama

শুধু রাফী নয় সম্প্রতি একাধিক তরুণ নির্মাতা দীঘির সঙ্গে একই আচরণ করেছেন বলে জানা গেছে। এতে এ অভিনেত্রী বেশ হতাশ। সবচেয়ে তাকে আঘাত দিয়েছে ‘সুড়ঙ্গ’ সিনেমার ঘটনা। এ থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন সাইনিংয়ের আগে কোনো কাজ নিয়েই স্বপ্ন দেখবেন না। কেননা দীঘি মনে করেন, একজন অভিনেত্রী সবেচেয়ে নিবেদিত তার কাজে। আর সেই কাজ নিয়ে বারবার হোঁচট খাওয়া একজন অভিনয়শিল্পীকে ধ্বংস করতে সক্ষম।

এদিকে এই অভিযোগ নিয়ে রাফীর বক্তব্য জানতে যোগাযোগ করলে তিনি ঘণ্টাখানেক পর ফোন দিতে বলেন। তার বেঁধে দেওয়া নির্ধারিত সময় পর একাধিকার ফোন দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরএসও/আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর