মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জ্যাকুলিনের বিরুদ্ধে মামলা করলেন নোরা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ১০:২০ এএম

শেয়ার করুন:

জ্যাকুলিনের বিরুদ্ধে মামলা করলেন নোরা

প্রতারক সুকেশ চন্দ্রশেখর মামলা আরও ঘোরতর হয়ে উঠছে দিনের পর দিন। ইতিমধ‍্যেই বলিউডের দুই নামজাদা তারকা জ‍্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফতেহির নাম উঠে এসেছে এই মামলায়। দুজনেই ভারতীয় পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন। এবার সহ-অভিনেত্রী জ‍্যাকুলিনের বিরুদ্ধেই মানহানির মামলার করলেন নোরা।

মানহানির মামলায় জ‍্যাকুলিনকে ‘পয়লা নম্বর অভিযুক্ত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মামলায় নোরা দাবি করেছেন, ইন্ডাস্ট্রিতে তার সঙ্গে টিকতে না পেরেই নানাভাবে ভাবমূর্তি নষ্টের চেষ্টা চালানো হচ্ছে। এতে তার কাজের ক্ষতিও হচ্ছে। জ‍্যাকুলিনের সরাসরি নাম না করেও তার দিকেই আঙুল তুলেছেন অভিনেত্রী।


বিজ্ঞাপন


জ‍্যাকুলিন ছাড়াও কয়েকটি সংবাদ মাধ‍্যমের বিরুদ্ধেও মানহানির মামলা দায়ের করেছেন নোরা। মামলায় আরও দাবি করা হয়েছে, প্রাথমিকভাবে তার বিরুদ্ধে অভিযোগগুলো করেছিলেন ‘পয়লা নম্বর অভিযুক্ত’ অর্থাৎ জ‍্যাকুলিন। তারপর তা অন‍্যরা আরও ছড়িয়ে দেয়। সবটাই নোরার আর্থিক, সামাজিক ও ব‍্যক্তিগত পতনের জন‍্য জ‍্যাকুলিনের ষড়যন্ত্র ছিল বলে দাবি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর
ফেঁসে যাচ্ছেন নোরা ফাতেহি
অর্থ আত্মসাতের মামলায় জামিন পেলেন জ্যাকুলিন

দিল্লির এক আদালতে দায়ের হয়েছে মানহানির মামলা। দিল্লির আদালতেই ২০০ কোটির প্রতারণা মামলারও শুনানি চলছে। তবে এই মামলার আগামী শুনানির তারিখ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফে।

এর আগে ইডির কাছে জ‍্যাকুলিন স্বীকার করেছিলেন, চন্দ্রশেখর তাকে কিছু মূল্যবান উপহার দিয়েছিলেন। তার মধ‍্যে চারটি ডিজাইনার ব‍্যাগ, তিন জোড়া ডিজাইনার জুতো, সুগন্ধি, চারটি বিড়াল, একটি ৫২ লাখ টাকার ঘোড়া, দুটি হীরার কানের দুল, একটি হীরার ব্রেসলেট, একটা মিনি কুপারের মতো উপহার ছিল। ইডি দাবি করেছিল, সব মিলিয়ে প্রায় ১০ কোটি টাকার উপহার নিয়েছিলেন জ‍্যাকুলিন।


বিজ্ঞাপন


তিনি যদিও দাবি করেছেন, চন্দ্রশেখরের অপরাধের ব‍্যাপারে তিনি কিছুই জানতেন না। কিন্তু ইডি সেকথা মানতে নারাজ। তদন্তকারীদের দাবি, সুকেশের অপরাধমূলক কাজকর্ম, এমনকি তিনি বিবাহিত জেনেও শুধুমাত্র অর্থের লোভে সম্পর্কে জড়িয়েছিলেন জ‍্যাকুলিন। এমনকি বিয়েও করতে চেয়েছিলেন প্রতারককে।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর