আফরান নিশোকে নিয়ে সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। ২০২৩ সালে শুরু হবে ছবির কাজ। মুক্তি পাবে যেকোনো একটি ঈদ উৎসবে। খবরটি শুনতেই হতাশা ভর করেছিল সুপারস্টার শাকিব খানের অনুরাগীদের মনে। কারণ, এর আগে এই পরিচালক শাকিবকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন।
এর মধ্যে রাফী শিবিরে নিশোকে ঢুকতে দেখে তারা ধরেই নিয়েছিলেন শাকিব-রাফীর ‘প্রেমিক’ ছবিটি আর হচ্ছে না। এবার তাদের আশ্বস্ত করতে এগিয়ে এলেন রাফী। জানালেন, শিগগিরই আপডেট আসবে।
আজ বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাফী লিখেছেন—প্রেমিক ছবির আপডেট আসবে খুব তাড়াতাড়ি। নো টেনশন।
রাফীর এমন পোস্টে দেখতেই শাকিবিয়ানরা মৌমাছির মতো ভিড় করেছেন সেখানে। মন্তব্যের ঘরে চোখ বুলিয়ে বোঝা গেছে, তাদের তলানিতে ঠেকে যাওয়া আশাটা ফের জাগিয়ে তুলতে প্রভাবক হিসেবে কাজ করেছে নির্মাতার এক লাইনের ভার্চুয়াল বক্তব্য।
>>> আরও পড়ুন: রাফির পরিচালনায় শাকিব, শুটিং নভেম্বরে
>>> আরও পড়ুন: শাকিবকে নিয়ে সিনেমা বানাবেন রাফি
>>> আরও পড়ুন: শাকিবের নতুন ছবিতে নতুন নায়িকা
অনুরাগীরা দীর্ঘদিন ধরে চাইছিলেন রাফীর সিনেমায় শাকিবকে দেখতে। এ পরিচালকও চাইছিলেন, দেশের এক নাম্বার তারকাকে নিয়ে সিনেমা বানাতে।
কয়েকমাস আগে শাকিব ও রাফী নিজেদের ফেসবুকে একে অন্যের সঙ্গে ছবি প্রকাশ করে ‘প্রেমিক’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন। সেসময় জানা গিয়েছিল, সিনেমাটি প্রযোজনা করবেন টপি খান। তার সঙ্গে এসকে ফিল্মসও যুক্ত থাকবে।
আরআর/আরএসও

