মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেহজাবীন-আদনান দুই বছর আগেই বিয়ে করেছেন!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২২, ১১:৩৪ এএম

শেয়ার করুন:

মেহজাবীন-আদনান দুই বছর আগেই বিয়ে করেছেন!

দীর্ঘদিন ধরেই শোবিজের বাতাসে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের প্রেমের গুন্জন ভেসে বেড়াচ্ছে। তবে এ নিয়ে বরাবরই নীরবতা পালন করেছেন তারা দুজন। মাঝে শোনা গিয়েছিল, গাঁটছড়াও বেঁধেছেন এই অভিনেত্রী ও নির্মাতা। তখনও মুখে কুলুপ এঁটেছিলেন তারা।

এবার জানা গেল, দুই বছর আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন মেহজাবীন-আদনান। তাদের এক ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন এ কথা।


বিজ্ঞাপন


>> আরও পড়ুন: অ্যাম্বুলেন্স চালাচ্ছেন কেন মেহজাবীন

নাম প্রকাশ না করার শর্তে মেহজাবীন-আদনানের ওই ঘনিষ্ঠজন কয়েকটি সংবাদমাধ্যমকে বলেন, ‘দুই বছর হলো মেহজাবীন-আদনান বিয়ে করেছেন। এটা ইন্ডাস্ট্রির সবাই জানে। তারা গুলশানে থাকেন।’

mehjabin chowdhury

এদিকে সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান মেহজাবীন। সেখানে আরও ছিলেন তানজিন তিশা, তাসনিয়া ফারিন প্রমুখ। তিশা সেসময় টিকটকে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, মেহজাবীন ও আদনান হাত ধরে হাঁটছেন। ওই ভিডিও থেকে তাদের সম্পর্কের বিষয়টি ফের সামনে আসে।


বিজ্ঞাপন


>> আরও পড়ুন: হাঙরের মুখ থেকে ফিরে এলেন মেহজাবীন

এদিকে বিয়ের ব্যাপারে জানতে মেহজাবীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কোনো সাড়া দেননি।

২০১৮ সালে মেহজাবীন ফেসবুকে আদনানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছিলেন। ক্যাপশনে এ তারকা লিখেছিলেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি। নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে সেখানে।’ ওই পোস্টকে ঘিরেই সামনে এসেছিল তাদের প্রেমের খবর।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর