ভয়ানক অভিজ্ঞতার সম্মুখিন হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে অপ্রত্যাশিতভাবে নয়, নিজ থেকেই হাঙরের মুখোমুখি হয়েছেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতের দেশ দুবাই ঘুরতে গিয়েছেন মেহজাবীন। সেখানে ‘দুবাই অ্যাকোয়ারিয়াম অ্যান্ড আন্ডারওয়াটার জু’তে পানির নিচে গিয়ে হাঙরের মুখোমুখি হওয়ার মতো দুঃসাহস দেখিয়েছেন তিনি। এটি খুব ঝুঁকিপূর্ণ কাজ ছিল। যে কেউ এ ধরনের অভিজ্ঞতা নিতে পারে না। টাকা থাকলেও সম্ভব না। পানির নিচের হাঙর দর্শন করতে গেলে ঘটতে পারে যেকোনো দুর্ঘটনা, সেজন্য দিতে হয় বন্ড সই।
বিজ্ঞাপন
এদিকে ভয়ংকর এই অভিজ্ঞতা নিজেই ফেসবুকে বর্ণনা করলেন তিনি। অভিযান শেষ করে এসে উত্তজনায় কাঁপছিলেন মেহজাবীন।
মেহজাবীন বলেন, ‘এখানে যখন ট্রেনিং দিচ্ছিল, আমি বলছি ক্যানসেল। আমাকে দিয়ে হবে না, আর আমার এমনিতেই ঠাণ্ডা বেশি। আর আমি কাঁপা শুরু করছি। আমার বারবার মাস্কের ভেতর পানি চলে যাচ্ছিল। আমি মনে করেছি আমাকে দিয়ে হবে না, এটা অন্যরকম অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ আমি ফিরে এসেছি।’
দুবাই অ্যাকোয়ারিয়াম অ্যান্ড আন্ডারওয়াটার জুতে সমুদ্রের তলদেশের অভিজ্ঞতা নেওয়ার ব্যবস্থা রয়েছে। যেখানে মাছ, সামুদ্রিক প্রাণী ছাড়াও রয়েছে ভয়ংকর হাঙর। সেই হাঙরের মুখোমুখিই হন দেশীয় এই শোবিজ তারকা। পুরো অভিযানের ভিডিও প্রকাশ করেছেন মেহজাবীন।
/আরএসও

