বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ঢাকা

আজ থেকে শুরু ‘বীরকন্যা প্রীতিলতা’র প্রচারণা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২২, ১০:১৪ এএম

শেয়ার করুন:

আজ থেকে শুরু ‘বীরকন্যা প্রীতিলতা’র প্রচারণা

বৃটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। নভেম্বরে চলচ্চিত্রটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মুক্তি সামনে রেখে প্রীতিলতা ওয়াদ্দেদারে স্মৃতিবিজড়িত শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ থেকে শুরু হবে ঢাকায় প্রচার কার্যক্রম। আজ রোববার (৬ নভেম্বর) সকাল ১১টায় প্রচার কার্যক্রমের উদ্বোধন করবেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন।


বিজ্ঞাপন


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংবাদিক আবেদ খান। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। উপস্থিত থাকবেন কলেজ অধ্যক্ষ প্রফেসর সুপ্রিয়া ভট্টাচার্য্য এবং কলেজের সাবেক ভিপি শিক্ষাবিদ এ এন রাশেদা।

প্রচার কার্যক্রমে অংশ নেবেন অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্রামানিক, সংগীতপরিচালক বাপ্পা মজুমদার ও অন্যন্য কলাকুশলীরা। সেই সাথে প্রকাশিত হবে চলচ্চিত্রটির প্রথম গান।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর