শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

‘বীরকন্যা প্রীতিলতা’র টিজার প্রকাশ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

‘বীরকন্যা প্রীতিলতা’র টিজার প্রকাশ

স্বদেশের স্বাধীনতার জন্য চট্টগ্রামের বিপ্লবীদের যে বিস্ময়কর ও সাহসিকতাপূর্ণ অভ্যুত্থান ঘটেছিল সেই ইতিহাসকে ধারণ করে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ নামের একটি উপন্যাস লিখেছিলেন। সেটি অবলম্বনে ‘বীরকন্যা প্রীতিলতা’ শিরোনামে চলচ্চিত্র নির্মাণ করলেন প্রদীপ ঘোষ। ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানপ্রাপ্ত ছবিতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।

গতকাল শনিবার ছবির প্রথম টিজার প্রকাশ পেয়েছে। ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর রাতে মাস্টারদা সূর্যসেনের নির্দেশে প্রীতিলতা হামলা করেছিলেন চট্টগ্রামের বৃটিশ প্রমোদকেন্দ্র ইউরোপিয়ান ক্লাবে। ২৩ সেপ্টেম্বর মধ্যরাতে হামলা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি এবং পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন। এই কাহিনির কিছু অংশ দেখানো হয়েছে টিজারে।


বিজ্ঞাপন


সিনেমাটির কাজ শুরু হয়েছিল ২০২০ সালে। চলতি সেপ্টেম্বরে এটি মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু সেটা আর হচ্ছে না। তবে কবে নাগাদ মুক্তি পাবে এ ছবি তা জানা যায়নি।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর