শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

সত্যিই কি এই গানের বাজেট ২৫ লাখ টাকা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ০১:৩৫ পিএম

শেয়ার করুন:

সত্যিই কি এই গানের বাজেট ২৫ লাখ টাকা

রায়হান রাফীর সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পরাণ’ প্রেক্ষাগৃহে এখনও সুবাস ছড়াচ্ছে। সেই রেশ থাকতেই আগামীকাল শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘দামাল’। দর্শকরাও বেশ আগ্রহী ছবিটি নিয়ে। ঠিক তখন সামনে উপস্থিত হয়েছে একটি প্রশ্ন এবং একটি গুঞ্জন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি পেয়েছে ‘দামাল’-এর টাইটেল ট্র্যাক। গানটি দেখে নেটিজেনরা যখন যারপরনাই মুগ্ধ ঠিক তখন জানা গেছে, গানটি নির্মাণে খরচ হয়েছে ২৫ লাখ টাকা। এ কথা শুনতেই অনেকের মুগ্ধতা রূপ নিয়েছে সন্দেহে। কীভাবে এই গানের নির্মাণ খরচ ২৫ লাখ টাকা হয়— এই প্রশ্ন উঁকি একাংশের মনে। 


বিজ্ঞাপন


প্রশ্নটির উত্তর খুঁজতে ঢাকা মেইল কথা বলেছে রায়হান রাফীর সঙ্গে। রাফী বলেন, ‘দেখুন এই গানটিতে যারা ছিলেন সবারই কিন্তু একটা পারিশ্রমিক আছে। এখানে বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ এবং আমার চার্জ কত, এটা তো সাধারণ মানুষ জানেন না। তা ছাড়া এই গানের দৃশ্যধারণের জন্য কয়েকদিন লেগেছে। সবমিলিয়ে এই খরচটা হয়েছে। এখন গানের খরচ কোথায় কত হয়েছে— সেটা তো নেটিজেনদের বোঝাতে পারব না আমরা।’

এই পরিচালকের দাবি ঈর্ষান্বিত হয়ে বাজেট সংক্রান্ত প্রশ্ন তোলা হচ্ছে। রাফীর কথায়, ‘নেটিজেনদের সবাই যে এই প্রশ্ন তুলেছেন তা কিন্তু না। গুটিকয়েক এমন প্রশ্ন করছেন। অনেক তারকা আছেন যাদের নিয়ে আমরা কাজ করছি না। দেখা যায় তাদের অনুরাগীরা ঈর্ষান্বিত হয়ে ফেসবুক গ্রুপে এমন প্রশ্ন তুলছেন।’

বাজেট প্রসঙ্গে রাফী আরও বলেন, ‘আমরা গানের বাজেটটি প্রকাশ করতে চাইনি। আপনি দেখবেন আমি কোনো সাক্ষাৎকারেও গানটির বাজেট নিয়ে কোনো কথাই বলিনি। তা ছাড়া খেয়াল করেছেন কী না জানি না, গানটিতে বিজ্ঞাপন আছে। আর বিজ্ঞাপন থাকলে বাজেট এমনিতেই একটু বেশি হয়।’

শোনা যাচ্ছে, ‘দামাল’-এর সিনেমা হল রাইটস ইমপ্রেস টেলিফিল্মের কাছে থেকে কিনে নিয়েছেন রাফী, মিম ও সিয়াম। কথাটি শুনে রাফী আকাশ থেকে পড়লেও বিষয়টি সত্য নাকি মিথ্যা তা স্পষ্ট করলেন না। বললেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। আপনার কাছেই শুনলাম।’


বিজ্ঞাপন


তবে কি গুঞ্জনটি মিথ্যা— উত্তরে এ নির্মাতা বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই বলব না। যদি এ রকম হয় তবে আমরা আনুষ্ঠানিকভাবে জানাব।’

মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। ফরিদুর রেজা সাগরের কাহিনিতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির পরিচালক রায়হান রাফী। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দোলা।

ছবিটির অভিনয়শিল্পীরা হচ্ছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ।

‘দামাল’-এর টাইটেল ট্র্যাকের লিংক: 

আরআর/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর