রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুর্তজাকে আদালতের দ্বারস্থ হতেই হবে: অনন্ত জলিল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ০২:২১ পিএম

শেয়ার করুন:

মুর্তজাকে আদালতের দ্বারস্থ হতেই হবে: অনন্ত জলিল

ফের মাথাচাড়া দিয়েছে অনন্ত-জমজম দ্বন্দ্ব। সম্প্রতি অনন্ত জলিল তার অভিনীত ‘দিন: দ্য ডে’ সিনেমাটি মুক্তি দিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে। ঠিক এসময় এর বিরুদ্ধাচারণ করে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এবার মুখ খুললেন অনন্ত। জমজমের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার হুমকি দিলেন তিনি।

গতকাল শনিবার এ নিয়ে ফেসবুকে অনন্ত লিখেছেন, ‘এই মিথ্যাচারের জন্য মুর্তজাকে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হতেই হবে এবং এর সঙ্গে জড়িত বাংলাদেশি দুষ্কৃতিকারীদেরও কিছুতেই ক্ষমা করা হবে না।’


বিজ্ঞাপন


এরপর অনন্ত লেখেন, “গত কোরবা‌নি ঈদে মু‌ক্তিপ্রাপ্ত আমা‌দের নতুন সি‌নেমা ‘দিন: দ্য ডে’ দি‌য়ে সি‌নেমাহ‌লে দর্শক ফি‌রে‌ছে, এটা সবাই অবগত আছেন। ঈদের পর ঢাকাই সি‌নেমার যে আলোচনা এবং সি‌নেমাহ‌লে দর্শ‌কের যে জোয়ার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছিল তাও এই সি‌নেমার ব‌দৌল‌তে ব‌লে আমি ম‌নে ক‌রি। যার কার‌ণে ঈদ এবং এর পরে আরও কিছু সি‌নেমার প্র‌তি দর্শকরা আকৃষ্ট হ‌য়ে‌ছেন।”

এসময় তিনি আরও লেখেন, “ঢাকাই সি‌নেমার এই আলোচনা ও বাজার তৈ‌রি কারও কারও ম‌নে হিংসার উদ্রেক ঘ‌টি‌য়ে‌ছে। তারা চেষ্টা কর‌ছেন কীভা‌বে ঢাকাই সি‌নেমার এই জোয়ার থা‌মি‌য়ে দেয়া যায়। সেসব দুস্কৃ‌তিকারী, দেশ‌বি‌রোধী চ‌ক্রের উসকা‌নি ও সহ‌যো‌গিতায় এবং তা‌দের চক্রা‌ন্তে কিছুদিন আগে ‘দিন: দ্য ডে’ সিনেমার ইরানি পরিচালক মুর্তজা আতাশ জমজম এই সি‌নেমার নির্মাণসংক্রান্ত বিষয় নি‌য়ে মিথ্যা ও বা‌নোয়াট তথ্য প্রকাশ ক‌রে‌ছেন, যা দে‌শের কিছু গণমাধ্য‌মে প্রকাশ হ‌য়ে‌ছে।”

অনন্ত আরও লিখেছেন, ‘এসব মিথ্যা, বা‌নোয়াট ত‌থ্যের বিপরী‌তে আমি আসল সত্য তু‌লে ধ‌রে বিস্তা‌রিত তথ্যও তখন জা‌নি‌য়ে‌ছিলাম সোশ্যাল মি‌ডিয়া ও গণমাধ্য‌মে। পাশপা‌শি মিথ্যা ও বা‌নোয়াট তথ্য প্রদান ক‌রে আমা‌কে হেয় প্র‌তিপন্ন করা, আমার সম্মানহা‌নি করা, আম‌া‌দের প্রিয় বাংলা‌দেশ‌কে ছোট ক‌রে দেখা— এসব কারণে আমার আইনজীবীর মাধ্য‌মে মুর্তজা অতাশ জমজম‌কে গত ০৪-০৯-২০২২ তারিখে উকিল নোটিশ পাঠাই। তি‌নি অদ্যাব‌ধি কো‌নো উত্তর দেন‌নি।’

সবশেষে এই প্রযোজক ও ব্যবসায়ী লেখেন, ‘আমি একজন সহনশীল মানুষ। স‌র্বোচ্চ ধৈর্য দে‌খি‌য়ে বিষয়‌টি নি‌য়ে তারপর থেকে আমি চুপ ছিলাম। কিন্তু আজ আবার খেয়াল করলাম, মি. মর্তুজা ফের সেসব দেশ‌বি‌রোধী দুষ্কৃতিকারীর স‌ঙ্গে হাত মি‌লি‌য়ে আমার সম্মানহানি করার জন্য ভুয়া তথ্য দি‌য়ে বাংলাদেশের  দৈনিক পত্রিকায় মিথ্যা, ভি‌ত্তিহীন, বা‌নোয়াট খবর প্রকাশ ক‌রে‌ছে। তাই আমি সিদ্ধান্ত নি‌য়ে‌ছি, শিগ‌গিরই তার বিরু‌দ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দা‌য়ের করব। পাশাপা‌শি যারা দে‌শে ব‌সে একজন বি‌দেশি‌কে দি‌য়ে এভা‌বে আমা‌দের সম্মানহা‌নি কর‌ছেন, দে‌শি সি‌নেমা, স‌র্বোপ‌রি বাংলা‌দে‌শের ক্ষ‌তি কর‌ছেন তা‌দের বিরু‌দ্ধেও আইনানুগ ব্যবস্থা নেব। আমি ‌দে‌শি এবং আন্তর্জা‌তিক আইনের প্র‌তি সবসময় শ্রদ্ধাশীল।’


বিজ্ঞাপন


ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন-দ্য ডে’। সিনেমায় অনন্ত জলিল কমান্ডার ‘এজে’র ভূমিকায় অভিনয় করেছেন। তার সঙ্গে জুটি বেঁধেছেন বর্ষা।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর