রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অনন্ত জলিলকে ফের হুঁশিয়ার করলেন জমজম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২, ০৭:২১ পিএম

শেয়ার করুন:

অনন্ত জলিলকে ফের হুঁশিয়ার করলেন জমজম

মুক্তি আগে থেকেই ‘দিন: দ্য ডে’ সিনেমার গল্পে সরব ছিলেন অনন্ত জলিল। বিশেষ করে ছবিটি যে ‘এক শ কোটি টাকার’ তা প্রচারে বেশ সক্রিয় ছিলেন। মুক্তির পর আশানুরূপ সাফল্য না পেলেও চুপ ছিলেন না তিনি। মুখের জোরেই ‘সুপারহিট’ তকমা দিচ্ছিলেন নিজের ছবিকে।

এরইমধ্যে তার কাঁধে জোটে গুরুতর এক অভিযোগ। অনন্তর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন ছবিটির ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সিনেমাটির বাজেট নিয়েও কথা বলেন তিনি। সেসময় তার নামে মামলা করার হুমকি দেন জমজম। অনন্ত জলিলও এসবের পাল্টা জবাব দিয়ে যাচ্ছিলেন।


বিজ্ঞাপন


ঘটনার দুই মাস ফের অনন্ত জলিলকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুঁশিয়ার করলেন জমজম। আদালতের দ্বারস্থ হয়ে তার থেকে নিজের পাওনা আদায় করবেন জানালেন এ নির্মাতা।

গতকাল শুক্রবার জমজম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আপনি বাংলাদেশের পর ছবিটির প্রযোজক ও পরিচালক হিসেবে আমার অনুমতি ছাড়াই মালয়েশিয়ায় মুক্তি দিয়েছেন এবং এখন আপনি এটি সিঙ্গাপুরে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন। অচিরেই ইরানের আদালতে আপনার প্রতারণার স্বরূপ উন্মোচিত হবে এবং তারপর বাংলাদেশের বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়ে আমি আপনার কাছ থেকে আমার পাওনা আদায় করব।’

পাশাপাশি জমজম জানান, যতদিন আদালত থেকে কোনো আদেশ না আসবে ততদিন কোনো প্রতিষ্ঠানেরই ছবিটি প্রদর্শনের অনুমতি নেই এবং এখন থেকে এটি অপরাধ হিসেবে বিবেচিত হবে।

এ প্রসঙ্গে এখনও অনন্ত জলিলের কোনো মন্তব্য জানা যায়নি। ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন-দ্য ডে’। সিনেমায় অনন্ত জলিল কমান্ডার ‘এজে’র ভূমিকায় অভিনয় করেছেন। তার সঙ্গে জুটি বেঁধেছেন বর্ষা।’


বিজ্ঞাপন


আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর