নিজের সিনেমা নিয়ে অনন্ত জলিলের গাল-গপ্প নতুন কিছু নয়। সেই ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তি পাওয়া ‘দিন– দ্য ডে’ সিনেমা নিয়ে নানারকম মিথ্যাচার করে আসছিলেন তিনি। মানুষের মাঝে বাড়তি আগ্রহ তৈরিতে বলে আসছিলেন, এই সিনেমার বাজেট এক শ কোটি টাকা। কেউ কেউ তার কথায় আকৃষ্ট হয়ে টাকা খরচ করে সিনেমাটি দেখেছেন। তবে বেশিরভাগ দর্শকের কাছে এটি ভালো লাগেনি। হতাশ হয়েছেন।
এবার অনন্ত জলিলের মুখোশ উন্মোচন করে দিয়েছেন ‘দিন– দ্য ডে’ সিনেমার ইরানি পরিচালক মোর্তজা আতাশ জমজম। ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন, এই সিনেমার বাজেট মাত্র ৪ কোটি টাকা। এরপর থেকে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন।
বিজ্ঞাপন
অনন্তর প্রতিটি সিনেমার নামের সঙ্গে ইংরেজি ট্যাগলাইন থেকে। সেগুলোর সঙ্গে মিলিয়ে নেটিজেনরা তাকে ‘মিথ্যুক- দ্য লায়ার’ বলছেন। আবার কেউ কেউ তাকে সরাসরি আক্রমণ করে লিখেছেন ‘প্রতারক- দ্য চিটার’।
মুখোশ উন্মোচিত হওয়ায় বিপাকে অনন্ত জলিল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এর পেছনে অন্য কারও ইন্ধন আছে।
মোর্তজা তার স্ট্যাটাস বাংলায় লিখেছেন। এটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনন্ত। তিনি বলেন, ‘ইরানি পরিচালককে বাংলা লিখে দিয়েছেন কে? তিনি তো বাংলা জানেন না! বাংলায় পোস্ট দিলেন কী করে? তার মানে, এর পেছনে কেউ বা কারা আছেন যারা ইন্ধন জোগাচ্ছেন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’
এর আগে আরেকটি ইনস্ট্রাগ্রাম পোস্টে অনন্ত জলিলের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ আনেন মোর্তজা। তখন এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে তার অভিযোগ অস্বীকার করেছিলেন এই বিতর্কিত নায়ক।
বিজ্ঞাপন
আরএসও