মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এবার কবিতা আবৃত্তি করবেন হিরো আলম

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ১০:২৫ এএম

শেয়ার করুন:

এবার কবিতা আবৃত্তি করবেন হিরো আলম

হিরো আলমকে নিয়ে বির্তকের শেষ নেই। তার অভিনয়-গান নিয়ে কম সমালোচনা হয় না। এই তো মাসখানেক আগে বিকৃত সুরে রবীন্দ্রসংগীত গেয়ে পুলিশের কাছে মুচলেকা দিয়েছিলেন তিনি। এরপর আর গানের চৌকাঠ পেরোননি। তবে এবার কবিতা আবৃত্তি করেছেন আলোচিত-সমালোচিত এই অভিনেতা।

‘হাসিওয়ালা’ নামে আট মিনিটের পয়েট্রিক্যাল ফিল্ম নির্মাণ করছেন অতিন্দ্র কান্তি অজু। সেই কবিতাটি আবৃত্তি করেছেন হিরো আলম। এর সংগীতায়োজন করেছেন মাহাবুবুর রহমান টুনু।


বিজ্ঞাপন


হিরো আলম বলেন, “আমার দর্শকদের সবসময় নতুন কিছু উপহার দিতে চাই। নাটক, সিনেমার পর গানও গেয়েছি। এবার নতুন কিছু নিয়ে হাজির হচ্ছি। ‘হাসিওয়ালা’ নামে একটি কবিতা আবৃত্তি করলাম। কবিতায় আমার জীবন কাহিনি তুলে ধরা হয়েছে। এবার আমাকে সবাই নতুন রূপে দেখতে পাবেন। কে কী বলল সেদিকে আমি নজর দেই না। আমি সবসময় আমার দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি।”

নিজের জন্মদিনে ভক্তদের উদ্দেশ্যে হিরো আলম বলেন, ‘আমি নিজের যোগ্যতা এবং মানুষের ভালোবাসায় আজ এ পর্যায়ে আসতে পেরেছি। যারা আমার পাশে ছিলেন তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ। সবাই আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্যই কাজ করি।’

এতে হিরো আলম ছাড়াও রিয়া মনি, শাজু মেহেদী, মনির খান ও আতিকুর রহমান খান অভিনয় করবেন। জানা গেছে, রোববার থেকে সিরাজগঞ্জের কয়েকটি নির্বাচিত লোকেশনে পোয়েট্রিক্যাল ফিল্মের শুটিং সম্পন্ন হবে।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর