পুলিশের কাছে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। রবীন্দ্র সংগীত বিকৃত করে গাওয়াসহ বিভিন্ন সময়ে বেসুরে গান গাওয়া ও অরুচিশীল কনটেন্ট তৈরির জন্য এই ক্ষমা চান তিনি।
বুধবার (২৭ জুলাই) আশরাফুল আলম ওরফে হিরো আলমকে ঢাকা মহানগর পুলিশের সাইবার বিভাগের অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। পরে দেশের বেশকিছু রাজনৈতিক নেতা ও মডেল অভিনেত্রী নিয়ে অশ্লীল গান কেন তৈরি করেছেন- এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি তিনি।
বিজ্ঞাপন
ওই সময় বিভিন্ন বিষয় নিয়ে সাইবার বিভাগের সদস্যরা তার সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে বিভিন্ন গুণী শিল্পী ও কলা-কুশলীদের গান বিকৃত সুরে গাওয়া বা বাঙালির সংস্কৃতি বিকৃতভাবে উপস্থাপন করা ছাড়াও জনমনে অসন্তোষ তৈরি হয়- এমন কন্টেন্ট তৈরি ও প্রকাশের বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে হিরো আলম নিজের ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চান।
ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও বিষয়টি ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হয়েছে।
জিজ্ঞাসাবাদে সাইবার বিভাগকে হিরো আলম জানিয়েছে, অর্থ রোজগারের জন্যই মূলত তিনি বিভিন্ন ভাইরাল ইস্যুকেন্দ্রিক কন্টেন্ট তৈরি করতো। গুণগত মানের চেয়ে বেশি ভিউ এবং বেশি উপার্জনের লক্ষ্যে কন্টেন্ট নির্মাণ করতেন তিনি।
এ দিন তার কন্টেন্টে বাংলাদেশ পুলিশসহ বিভিন্ন বাহিনীর পোশাক বিকৃত করে অশোভনভাবে উপস্থাপন করার বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হলে হিরো আলম জানান, বিষয়টি সম্পর্কে তার জানার ঘাটতি থাকার কারণে এমনটা হয়েছে।
বিজ্ঞাপন
জিজ্ঞাসাবাদে নিজের ভুল স্বীকার ছাড়াও ভবিষ্যতে এ ধরণের কার্যকলাপ করবেন না বলেও মুচলেকা দিয়েছেন হিরো আলম। মুচলেকায় অভিনয়ের ক্ষেত্রে যে কোনো বিশেষ বাহিনীর পোশাক ব্যবহারে বিকৃতভাবে উপস্থাপন না করে তা যথাযথ নিয়ম মেনে সঠিকভাবে উপস্থাপন ছাড়াও বাঙালি সংস্কৃতি বিকৃতভাবে উপস্থাপিত হয়- এমন কোন কন্টেন্ট তৈরি ও প্রচার করবে না বলে উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে হিরো আলম মুচলেকায় আরও উল্লেখ করেছেন- তিনি ব্যঙ্গাত্মক, মানহানিকর, হেয়প্রতিপন্নমূলক কোনো কন্টেন্টও তৈরি ও প্রচার ছাড়াও এমন কোন কন্টেন্ট প্রচার করবেন না যাতে জনমনে অসন্তোষ তৈরি হয়।
এমআইকে/আইএইচ

