বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি রবীন্দ্র সঙ্গীত বিকৃত করে গাওয়ার অভিযোগ তুলে আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার ওই নোটিশটি পাঠান।
বিজ্ঞাপন
নোটিশে বলা হয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত- ‘আমারও পরানো যাহা চায়....’ গানের কিছু শব্দ বিকৃত করে গাওয়া হয়েছে। সম্প্রতি এই গানটির মিউজিক ভিডিও ইউটিউব চ্যানেলে প্রচার ও প্রকাশ করা হয়। সেখানে কিছু দৃশ্যে হিরো আলমকে গিটার হাতে দেখা যায়। কিন্তু মূল গানটির শব্দ ও লাইন ঠিক পাওয়া যায়নি।
এছাড়াও হিরো আলম আরও দুইজন পরিচিত শিল্পীর গান বিকৃত করে গেয়েছেন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে নোটিশ পাঠানো আইনজীবী হাসান শাহরিয়ার বলেন, গান গাওয়ার অধিকার সবারই আছে, কিন্তু বিকৃত করে গাওয়ার অধিকার নেই। এমনকি গানের ‘রিমিক্স’ ও ব্যবহার করতে গেলেও মূল স্বত্বাধিকারের অনুমতি নিতে হবে। অনুমতি না নিয়ে এসব গান করা দেওয়ানী ও ফৌজদারি অপরাধ বলে জানানো হয়েছে।
হিরো আলমকে নোটিশ পাওয়ার পর ৩০ দিনের মধ্যে এসব অপরাধ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করেছেন এই আইনজীবী।
বিজ্ঞাপন
এআইএম/আইএইচ

