রাত পোহালেই শুরু হবে বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর। এই আয়োজনে অংশ নিকে ফ্রান্সে উড়াল দিয়েছেন অনন্ত জলির ও তার স্ত্রী বর্ষা। ফেসবুকে এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন এই তারকা দম্পতি।
অনন্ত জলিলের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে অনন্ত বলেন, ‘আমরা কান উৎসবে যাচ্ছি। দোয়া করবেন। সেখানে আমরা দিন- দ্য ডে ও নেত্রী -দ্যা লিডার সিনেমার ট্রেলার প্রদর্শন করব। এ ছাড়া বিভিন্ন দেশের প্রযোজক ও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করব। আমাদের দিন -দ্য ডে সিনেমা কোরবানির ঈদে মুক্তি পাবে। সবাই সিনেমাটি দেখবেন। সিনেমাটির জন্য আমরা বিভিন্ন জেলায় যাব।’
বিজ্ঞাপন
একই ভিডিওতে বর্ষা বলেন, ‘আমরা দুজনেই যাচ্ছি। দিন- দ্য ডে নিয়ে আমাদের অনেক আশা। অনেককিছু করতে চাই সিনেমাটি নিয়ে। সবাই দোয়া করবেন।’
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে দিন দ্য ডে। এটি পরিচালনা করেছেন অনন্ত জলিল ও ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এতে অনন্তর বিপরীতে অভিনয় করেছেন বর্ষা। এ ছাড়াও রয়েছেন ইরান ও লেবাননের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।
আরএসও

