মামলার মুখে পড়তে যাচ্ছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। সম্প্রতি মুক্তি পাওয়া ‘দিন- দ্য ডে’ সিনেমার ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম তার বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে মামলার কথা জানান। এ সময় পরিচালক জলিলের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ আনেন।
মুর্তজা লিখেছেন, ‘আমি বাংলাদেশের সঙ্গে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেয়ার একমাত্র কারণ ছিল ইরানি ও বাঙালি জনগণের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করা, বিভিন্ন দিক দিয়ে সমৃদ্ধ সংস্কৃতি বিনিময় করা এবং একে অপরকে আরও ভালোভাবে জানা। কারণ আমি বিশ্বাস করি, শিল্পই একমাত্র সর্বজনীন ভাষা, যা সীমানা ভেঙে দেয়।’
বিজ্ঞাপন
তিনি আরও লিখেছেন, “সিনেমার নাম ‘দিন-দ্য ডে’ এবং অনন্ত জলিলের সঙ্গে আমার পরিকল্পনা ও সম্মতি অনুযায়ী কিছুই হয়নি। তিনি আমাদের চুক্তি ভঙ্গ করেছেন। তিনি তার দায়িত্ব এবং প্রতিশ্রুতি গ্রহণ করেননি। যৌথ প্রযোজনার কথা থাকলেও অনন্ত জলিল আমার অর্ধেক প্রযোজিত সিনেমা নষ্ট করেছেন। যদিও আমিই এই সিনেমার প্রধান এবং প্রধান প্রযোজক ছিলাম।”
গত চার বছর ধরে অনন্ত জলিলকে ইরানি ঋণ পরিশোধের জন্য বলা হলেও অনন্ত জলিল তা করেননি বলেও দাবি মুর্তজা আতাশ জমজমের।
মামলার বিষয়ে ইরানি পরিচালক জানিয়েছেন, বাঙালি মানুষের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আমার নিজস্ব উপায়ে সমাধান খুঁজে বের করেন কিন্তু অনন্ত জলিল তা থেকে সরে দাঁড়ান। এখন ইরানের তেহরানের আদালতে তার বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করে একজন আন্তর্জাতিক আইনজীবীর মাধ্যমে মামলার দ্বারস্থ হচ্ছেন বলেও জানিয়েছেন এ নির্মাতা।
গেল কোরবানির ঈদে সারাদেশে মুক্তি পায় অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন-দ্য ডে’ সিনেমাটি। এতে ইরান, আফগানিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের শিল্পীরা অভিনয় করেছেন। মুক্তির পর সিনেমাটি নিয়ে আলোচনা ও সমালোচনা দুইটিই হয়েছে।
বিজ্ঞাপন
আরএসও

