রোববার, ২৩ মার্চ, ২০২৫, ঢাকা

‘জয় বাংলার ধ্বনি’ সিনেমায় থাকছেন না সুনেরাহ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২, ০৮:১৬ পিএম

শেয়ার করুন:

loading/img

‘ন ডরাই’ ছবিতে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি তিনি ‘জয় বাংলার ধ্বনি’ সিনেমায় যুক্ত হন। আজ বৃহস্পতিবার জানা গেল, সিনেমাটিতে অভিনয় করছেন না তিনি। সংবাদমাধ্যমকে এ কথা সুনেরাহ নিজেই জানিয়েছেন।

পরিচালকের সঙ্গে কিছু বিষয়ে অমিলের কারণে সিনেমাটিতে থাকছেন না উল্লেখ করে সুনেরাহ বলেন, ‘পরিচালকের সঙ্গে কিছু বিষয়ে মিল না হওয়ায় ছবিটি আমি না করার সিদ্ধান্ত নেই। আমাকে যে গল্প পাঠানো হয় সেটা পড়ার পর পরিচালকের সঙ্গে আমার চরিত্রের লাইনআপে পরিবর্তন আনার বিষয়ে কথা হয়। পরে যেটা পাঠিয়েছে সেটাও আমার পছন্দ হয়নি। সেটা নিয়েই কিছুটা গড়মিল অবস্থা তৈরি হয়েছে।’


বিজ্ঞাপন


এ অভিনেত্রী আরও বলেন, ‘পরিচালক একটু ভালোভাবে বললে হয়তো অভিনয় করা হতো। কিন্তু তিনি আমার সঙ্গে আচরণ ভালো করেননি। রূঢ় ভাষায় বলেছেন আমাকে ছবিটি করতেই হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি ছবিটি করব না।’

ছবিটি নিয়ে বেশ আগ্রহী ছিলেন সুনেরাহ। এর আগে এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, “অনেকদিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। এ ছবির গল্প ব্যতিক্রম। ‘জয় বাংলার ধ্বনি’ দর্শকের মন ভরাবে বলে আশাবাদী আমি।”

সরকারি অনুদানের সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। ২০২১-২২ অর্থবছরে অনুদান পায় এটি। চলচ্চিত্রটি নির্মাণের দায়িত্বে থাকছেন খ ম খুরশীদ। এতে সুনেরাহর অভিনয় করার কথা ছিল নিরবের বিপরীতে।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর