নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূর অভিনীত ‘আগুনের পরশমণি’ কালজয়ী এক সিনেমা। এতে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেখানে তার অভিনয় এখনও দর্শকের চোখে লেগে আছে।
ফের একটি মুক্তিযুদ্ধের সিনেমায় অভিনয় করতে চলেছেন আসাদুজ্জামান নূর। ‘জয় বাংলার ধ্বনি’ শিরোনামের ছবিটিতে রাজাকারের ভূমিকায় দেখা যাবে তাকে। এটি পরিচালনা করবেন খ ম খুরশীদ।
বিজ্ঞাপন
আজাদুজ্জামান প্রসঙ্গে খুরশীদ বলেন, ‘আমাদের দেশের একজন জনপ্রিয় এবং সর্বজন শ্রদ্ধেয় অভিনেতা আসাদুজ্জামান নূর৷ আমার সিনেমায় তাকে পেয়ে আনন্দিত আমি। উনি এই ছবিতে রাজাকার চরিত্রে কাজ করবেন। আশা করছি তার ভক্ত অনুরাগীরা চরিত্রটি উপভোগ করবেন।’
২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। এটি ৬০ লাখ টাকা পেয়েছে অনুদানে। এ ছবির কাহিনী লিখেছেন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা শাজাহান খান, এমপি।
/আরএসও