বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

অনুদানের সিনেমায় নিরব-সুনেরাহ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ০৬:০৭ পিএম

শেয়ার করুন:

loading/img

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন নিরব। পরে জায়গা করে নেন ঢালিউডে। এরপর কেটে গেছে দেড় দশক। দীর্ঘ এই সময়ে শাবনূর, পূর্ণিমা, নিপুণ, অপু বিশ্বাসসহ অনেকের বিপরীতেই অভিনয় করেছেন তিনি।

অন্যদিকে ‘ন ডরাই’ ছবিতে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার নিরব-সুনেরাহ জুটি বাঁধতে যাচ্ছেন নতুন এক সিনেমায়।


বিজ্ঞাপন


‘জয় বাংলার ধ্বনি’ নামের একটি সিনেমায় একে অপরের বিপরীতে অভিনয় করবেন নিরব-সুনেরাহ। চলচ্চিত্রটি নির্মাণের দায়িত্বে থাকছেন খ ম খুরশীদ।

মুক্তিযুদ্ধের গল্পের ওপর নির্মিত হবে ‘জয় বাংলার ধ্বনি’। ছবিটিতে চুক্তিবদ্ধ হয়ে বেশ উচ্ছ্বসিত নিরব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করা হবে। মুক্তিযুদ্ধের সিনেমার প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। আমার বিশ্বাস এই সিনেমাটি ভালো হবে। আশা করছি আমাদের কাজ পছন্দ করবেন দর্শক।’

এসময় সুনেরাহকে নিয়ে তিনি বলেন, “সুনেরাহকে পাওয়া আনন্দের বিষয়। কারণ, ‘ন ডরাই’ দেখে আমি নিজেও ওর ভক্ত হয়ে আছি। আমাদের মধ্যকার সম্পর্কটাও বেশ উন্নত। ফলে সুনেরাহকে সঙ্গে পেয়ে ভালোই হলো। এই ছবিটির আরেকটি বড় দিক মুক্তিযুদ্ধের অসাধারণ একটি প্রেক্ষাপট। আমার বিশ্বাস সিনেমাটি ভালো হবে।”

সুনেরাহ বলেন, “অনেকদিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। এ ছবির গল্প ব্যতিক্রম। ‘জয় বাংলার ধ্বনি’ দর্শকের মন ভরাবে বলে আশাবাদী আমি।”


বিজ্ঞাপন


সরকারি অনুদানের সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। ২০২১-২২ অর্থবছরে অনুদান পায় এটি। চলতি মাসের ২০ তারিখ থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর