শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

কঠিন প্রশ্নের মুখে আগুন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ১১:২৪ এএম

শেয়ার করুন:

কঠিন প্রশ্নের মুখে আগুন

‘আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়’ গানটির শ্রোতাপ্রিয়তাই বলে দেয় সংগীতশিল্পী হিসেবে কতটা জনপ্রিয় খান আসিফুর রহমান আগুন। চলচ্চিত্রের গানেও তার সাফল্য দেখার মতো। তার কণ্ঠ পুষ্পক রথ হয়ে সিনেমার অসংখ্য গান ছড়িয়ে দিয়েছে দেশের আনাচে কানাচে। এবার এই গায়ক মুখোমুখি হয়েছেন কঠিন প্রশ্নের।

গায়ক, সাংবাদিক ও লেখক আমিরুল মোমেনীন মানিকের পরিকল্পনা ও উপস্থাপনায় ‘ভোরের স্বপ্নে বাঁচি’ নামক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আগুন। সেখানেই অকপটে জানিয়েছেন নিজের জীবনের অজানা যত কথা।


বিজ্ঞাপন


কণ্ঠশিল্পী হিসেবে আগুনের যাত্রা থেকে শুরু করে বর্তমান অবস্থা উঠে এসেছে অনুষ্ঠানটিতে। মানিকের কঠিন সব প্রশ্নের মুখে আগুন জানিয়েছেন তার চিন্তাধারা, ধর্মীয় বিশ্বাস, প্রেম-বিয়ে, পারিবারিক সংকট ও সংগীতাঙ্গনের দুর্দশার কথা। পিতা খান আতাউর রহমান রাগের বশবর্তী তাকে গুলি করেছিলেন একবার। বাদ যাই সেই ঘটনাও।

আগুনের অকপট স্বীকারোক্তি অনুষ্ঠানটিকে করে তুলেছে প্রাণবন্ত। বৃহস্পতিবার রাত আটটায় প্রচারিত হবে এটি। কঠিন সত্যের সামনে অবিচল আগুনকে দেখতে হলে চোখ রাখতে হবে আমিরুল মোমেনীন মানিকের ‘মানিক মিউজিক’ নামের ইউটিউব চ্যানেলে।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর