দেশের সিনেমায় সাধারণত সিয়াম কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করে থাকেন। নায়ক রূপে হাজির হন পর্দায়। এখন প্রশ্ন হলো, টলিউডের সিনেমায় সিয়ামের চরিত্রের গুরুত্ব কতটা থাকবে?
কলকাতার সিনেমায় অভিষেক হচ্ছে সিয়াম আহমেদের। এতে আরও অভিনয় করবেন প্রসেনজিৎ চ্যাটার্জী, শ্রাবন্তী ও আয়ুষী তালুকদার। সামাজিক ঘরানার গল্পে নির্মিতব্য সিনেমাটির পুরো শুটিং হবে লন্ডনে। এটি পরিচালনা করবেন সায়ন্তন ঘোষাল। এ মাসেই দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার কথা আছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: এবার কলকাতার চলচ্চিত্রে সিয়াম
এসব যদিও কয়েকমাস আগের খবর। নতুন খবর হলো, এই ছবির কাজে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন সিয়াম। দেখা করেছেন ছবির বাকি তিন অভিনয়শিল্পীর সঙ্গে। তাদের সঙ্গে তোলা ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। প্রকাশিত ছবির ক্যাপশন পড়ে বোঝা যায়, এই সিনেমাটিকে ঘিরে উচ্ছ্বসিত ঢালিউডের এই নায়ক।

প্রসেনজিতের সঙ্গে আলাদা একটি ছবি পোস্ট করে সিয়াম লিখেছেন, ‘দারুণ কিছু মুহূর্ত কাটল তার সাথে। এত হাম্বল একজন মানুষ! খুবই এক্সাইটেড যে বুম্বাদার সাথে একই ছবিতে অভিনয় করতে যাচ্ছি। তিনি আমার আম্মুর ভীষণ পছন্দের একজন মানুষ। আর তার সাথে একই ছবিতে কাজ করব, এতে আম্মুও অনেক খুশি। এমন একজন কিংবদন্তির সাথে কাজ করব, অনেক কিছু শেখার জন্য মুখিয়ে আছি।’
বিজ্ঞাপন
আরও পড়ুন: সমালোচকদের সম্মান জানাই: সিয়াম
দেশের সিনেমায় সাধারণত সিয়াম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে থাকেন। নায়ক রূপে হাজির হন পর্দায়। এখন প্রশ্ন হলো, টলিউডের সিনেমায় সিয়ামের চরিত্রের গুরুত্ব কতটা থাকবে?
কিছুদিন আগে সায়ন্তন ভারতীয় একটি পত্রিকার সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছবিতে প্রসেনজিৎ থাকবেন একজন ব্যবসায়ীর চরিত্রে। শ্রাবন্তী তার স্ত্রী। তার অফিসেই কাজ করেন আয়ুষী। তার বিপরীতে থাকবেন সিয়াম। এ থেকে প্রাথমিক ধারণা করা যায়, এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা সিয়াম নন। প্রসেনজিৎ সিনেমার প্রাণভোমরা।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে শ্যাডো ফিল্মস ও রোড শো ফিল্মস। এরমধ্যে ‘শ্যাডো ফিল্মস’-এর কর্ণধার শ্যামসুন্দর দেন। আর ‘রোড শো ফিল্মস’ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের।
আরও পড়ুন: নোরা ট্রলের শিকার হলেও প্রশংসিত সিয়াম-পূজা
নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট সূত্র ঢাকা মেইলকে জানিয়েছে, সিয়ামের চরিত্র মোটামুটি গুরুত্বপূর্ণ, তবে এখানে তিনি নায়ক নন। বাংলাদেশে যে ধরনের সিনেমায় অভিনয় করে তিনি অভ্যস্ত, সেটার বিপরীত ঘরানার ছবি। সূত্র নাম প্রকাশ না করার অনুরোধ জানানোয়, এখানে তার নাম উল্লেখ করা হয়নি।
এদিকে জানা গেছে, শ্যাডো ফিল্মসের কর্ণধার শ্যামসুন্দর দে গত বছর জানুয়ারিতে ব্যাংক প্রতারণার মামলায় গ্রেফতার হয়েছিলেন। টলিউডে কালো টাকা বিনিয়োগের অভিযোগ আনা হয়েছিল ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) তরফ থেকে। বিদেশে টাকা পাচারও করতেন তিনি।
আরএসও

