গত কয়েক মাস ধরেই দক্ষিণী সুপারস্টার ধানুশ এবং বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুরের প্রেম নিয়ে কানাঘুষা চলছিল। এবার সেই গুঞ্জন আরও একধাপ এগিয়ে গেল। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন এই তারকা জুটি। সব কিছু ঠিক থাকলে ভালোবাসা দিবসে চার হাত এক হতে পারে।
ভারতীয় গণমাধ্যম ‘ফ্রি প্রেস জার্নাল’-এর এক প্রতিবেদন অনুযায়ী, ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের পরিকল্পনা করছেন ধানুশ ও মৃণাল। জানা গেছে, বিয়ের আয়োজনে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। যদিও বিয়ের বিষয়ে এখনও মুখে কুলুপ এঁটে রেখেছেন এ তারকা জুটি।

গত বছর মুক্তিপ্রাপ্ত মৃণালের ‘সন অফ সর্দার ২’-এর বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন ধানুশ। সেই থেকেই তাঁদের সম্পর্কের গুঞ্জন জোরালো হয়। এরপর মৃণাল ঠাকুরের জন্মদিনের পার্টিতে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে একে অপরের হাত ধরে হাসিমুখে কথা বলতে দেখা যায়। শুধু তাই নয়, ধানুশের ‘তেরে ইশক মে’-এর র্যাপ-আপ পার্টিতেও মৃণালের সরব উপস্থিতি নজর কেড়েছিল।
তারকা জুটির ঘনিষ্ঠ এক সূত্র জানায়, হায়দ্রাবাদের এক অনুষ্ঠানে তাদের প্রথম দেখা হয়। সেখান থেকে বন্ধুত্ব এবং পরে ভালোবাসায় রূপ নেয়।

এর আগে দক্ষিণী কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত-কন্যা ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ধানুশ। ২০২২ সালে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন এবং ২০২৪ সালে তাদের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়। তাদের দুটি পুত্র সন্তান রয়েছে।
মৃণাল ঠাকুর তার আসন্ন সিনেমা ‘ডাকাত’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমায় অভিনেত্রী ছাড়াও অভিনয় করছেন আদিভি শেষ এবং অনুরাগ কাশ্যপ। ২০২৬ সালের ১৯ মার্চ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ইএইচ/

