অভিনয় ও সংগীত— দুটোতেই সমান দখল দক্ষিণী তারকা ধানুশের। বাবা সিনেমার পরিচালক হওয়ায় মাত্র ১৬ বছর বয়সে নাম লিখিয়েছিলেন সিনেমায়। জনিপ্রিয়তা পেতেও তেমন একটা অপেক্ষা করতে হয়নি। অভিনয় জীবনের দর্শকদের উপহার দিয়েছেন প্রায় পঞ্চাশটির মতো সিনেমা।
বিজ্ঞাপন
ধানুশকে সর্বশেষ ‘নীলভুক এন মেল এননাদি কোবাম’ সিনেমায় দেখা যায়। ক্যারিয়ার অ্যাকশন, রোমান্টির ও থ্রিলার সিনেমায় অভিনয় করেলও এবারই প্রথম বায়োপিকে কাজ করছেন অভিনেতা।

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম আজাদের জীবন ও কর্মের উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে ‘কালাম’ ছবি। এই সিনেমায় প্রাক্তন রাষ্ট্রপতির চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী অভিনেতা ধানুশ। ৭৮ তম কান চলচ্চিত্র উৎসবে আনুষ্ঠানিকভাবে সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। এটি পরিচালনা করবেন ‘আদিপুরুষ’ ছবির নির্মাতা ওম রাউত।
বিজ্ঞাপন
চলচ্চিত্রটি প্রযোজনা করছেন অভিষেক আগরওয়াল এবং ভূষণ কুমার। প্রযোজকরা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘কালাম’ চলচ্চিত্রের মাধ্যমে প্রাক্তন রাষ্ট্রপতি ড. কালামের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে নির্মাণ করা হচ্ছে। এ সিনেমা দিয়ে তার আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি প্রচেষ্টা।’

পরিচালক ওম রাউত চলচ্চিত্র সম্পর্কে বলেন, ‘এই যুগে সত্যিকারের রাষ্ট্রনেতার অভাব। সেদিক থেকে প্রাক্তন রাষ্ট্রপতি অনেক উপরে ছিলেন। তিনি শিক্ষা, উৎকর্ষতা ও দেশীয় উদ্ভাবনের শক্তির জন্য পরিচিত ছিলেন। তার গল্প পর্দায় তুলে ধরা একজন অভিনয় শিল্পীর জন্য চ্যালেঞ্জিং। সিনেমাটি তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে চলেছে।’
পরীক্ষায় ফেল করায় প্রেমিকা ছেড়ে গিয়েছিল ধানুশকে
চলচ্চিত্রটি ২০২৫ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে। ‘কালাম’ সিনেমা নির্মাণের সার্বিক সহযোগীতা করছে এ পি জে আবদুল কালাম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।
ইএইচ/

