রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শ্রীলঙ্কায় ‘রাক্ষস’ টিম, কবে থেকে শুরু হচ্ছে শুটিং

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম

শেয়ার করুন:

শ্রীলঙ্কায় ‘রাক্ষস’ টিম, কবে থেকে শুরু হচ্ছে শুটিং

গেল বছর বেশ ভালো কেটেছে ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদের। ‘তাণ্ডব’ সিনেমায় ক্যামিও চরিত্র এবং ‘জংলি’-তে নতুন রূপে ধরা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন। সাফল্যের লাটাই নিজের হাতে রাখতে আগামী ঈদে নিয়ে আসছেন ‘রাক্ষস’ সিনেমা। 

সিয়ামের ছবিটি পরিচালনা করছেন শাকিব খানের ‘বরবাদ’ ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়। সিনেমার নাম প্রকাশের পর হঠাৎ গুঞ্জন ছড়িয়েছিল ‘রাক্ষস’ ছবিতে সিয়ামের বিপরীতে দেখা যাবে টলিউড অভিনেত্রী ইধিকা পালকে। তবে সেই গুঞ্জন ঘনীভূত হওয়ার আগেই ভারতীয় গণমাধ্যমকে অভিনেত্রী নিশ্চিত করেন ‘রাক্ষস’-এ অভিনয়ের খবরটি গুঞ্জন। 

Saim_gh__

এবার ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইধিকার সুরেই কথা বললেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। তিনি বলেন, ‘কী করে এই গুঞ্জন ছড়িয়েছে জানি না। চিত্রনাট্য অনুযায়ী ইধিকা মানানসই নন। মানালে ইধিকাকেই নিতাম। ওঁকে (ইধিকা পাল) সরিয়ে দ্বিতীয় কাউকে নির্বাচনের বিষয়টিই থাকত না।’ 

হৃদয় জানিয়েছেন, গল্প অনুযায়ী ছবির নায়িকা শহুরে, আধুনিক পাশ্চাত্য ঘরানায় শিক্ষিত। আচরণেও তার ছায়া। সেই জন্যই অভিনেত্রী সুস্মিতাকে নেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


আগামীকাল থেকে শ্রীলঙ্কার বিভিন্ন লোকেশনে ছবির শুটিং শুরু হচ্ছে। ইতোমধ্যে দেশটি পৌঁছেছেন ‘রাক্ষস’ টিম। যদিও ছবিটি ভারতে শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। এ প্রসঙ্গে পরিচালকের বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক, শৈল্পিক আদান-প্রদান বহু যুগের। এই কারণেই দুই দেশের অভিনেতারা ভারত এবং বাংলাদেশের ছবিতে অভিনয় করেন। দুই বাংলা থেকে ভালোবাসাও পান। এই আদান প্রদানে সাময়িক ছেদ পড়েছে। আমাদের মন খারাপ। বিকল্প হিসেবে তাই উঠে এসেছে শ্রীলঙ্কা। ভারতের সঙ্গে তার ভৌগোলিক সাদৃশ্যও রয়েছে। সব মিলিয়ে ওই দেশেই শুটিং সারব।’

‘রাক্ষস’ ছবির কয়েকটি গানের শুটিং হবে মালয়েশিয়ায়।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর