দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক। রোমান্টিক ইমেজের খোলস ছেড়ে রক্তমাখা চেহারা আর ভয়ংকর দৃষ্টিতে এক অচেনা অবতার রূপে হাজির হলেন তিনি। যা মুহূর্তেই নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। সিয়ামের ‘রাক্ষস’ এখন টক অফ দ্য টাউন।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। ১ মিনিট ২৬ সেকেন্ডের এক ঝলকে বাথটাবের পাশে সাদা স্যুট-বুটে দণ্ডায়মান নায়ক সিয়াম। এক হাতে চাইনিজ কুড়াল আর অন্য হাতে পিস্তল। হাতের অস্ত্র উঁচিয়ে বাথটবে পড়ে থাকা একটি মৃত বাঘের দিকে গুলি ছুড়লেন। সিয়ামের চোখে মুখে তখন ফুটে ওঠে এক ধ্বংসাত্মক অভিব্যক্তি। দাঁতে কামড়ে ধরে আছেন একটি গোলাপ ফুল। সম্পূর্ণ ভিডিও জুড়ে মাত্র সিয়ামকে দেখা গেছে। ফার্স্ট লুকে তাকে বলতে শোনা যায় ‘খাইয়া দিমু’।

ফার্স্ট লুক প্রকাশের পর চলচ্চিত্র প্রেমীদের মনে প্রশ্ন— তবে কি এবার পর্দায় নতুন কোনো ডার্ক থ্রিলার নিয়ে আসছেন এ অভিনেতা?
এদিকে বুধবার এফডিসিতে ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক রিলিজ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিয়াম আহমেদ জানান, এই চরিত্রের জন্য তাকে দীর্ঘ ৯ মাস ধরে কঠোর পরিশ্রম করতে হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবে ‘রাক্ষস’। ‘রাক্ষস’-এ সিয়ামের নায়িকা হিসেবে থাকছেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। শোনা যাচ্ছে, দেশের বাইরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও হবে সিনেমার কিছু অংশের চিত্রায়ণ।’

‘রাক্ষস’ নির্মাণ করছেন মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজনায় শেহরিন সুমি। ছবিটি আগামী বছরের যে-কোনো ঈদে মুক্তি পাবে।
ইএইচ/

