সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সিয়ামের ‘রাক্ষস’-এ বলিউডের অভিনেতা!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

সিয়ামের ‘রাক্ষস’-এ বলিউডের অভিনেতা!

গেল বছর ‘জংলি’ ও আরমান মনসুর হয়ে সিনেমা হলে মুগ্ধতা ছড়িয়েছেন সিয়াম আহমেদ। এবার তিনি আসছেন ‘রাক্ষস’ নিয়ে। গুঞ্জন চলছে, ছবিতে খল চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা। 

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘রাক্ষস’ মূলত এক অন্ধকার জগতের গল্প, যেখানে থাকবে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ—যা দেশীয় সিনেমায় খুব একটা দেখা যায় না।


বিজ্ঞাপন


saim_g__20251218_133223566

ঘনিষ্ঠ সূত্রে আরও জানা গেছে, সিনেমাটিতে ভিলেন চরিত্রে দেখা যেতে পারে একজন বলিউড অভিনেতাকে। ওই অভিনেতার শ্রীলংকার শুটিং ইউনিটে যোগ দেওয়ার কথা রয়েছে। নির্মাতারা বিষয়টিকে চমক হিসেবেই রাখতে চাইছেন, তাই আপাতত বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ তিনি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সাড়া দেননি তিনি। 

এরমধ্যে দেশে এক ধাপ শুটিং শেষ হয়েছে রাক্ষসের। আজ ৪ জানুয়ারি টিম নিয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয় উড়াল দিচ্ছেন শ্রীলঙ্কা। সেখানে সিয়াম আহমেদের সঙ্গে কাজ করবেন সুস্মিতা চ্যাটার্জিসহ সিনেমার আরও কয়েকজন শিল্পী। ঢাকায় ফিরে করা হবে শেষ ধাপের কাজ।

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর