বছর দেড়েক আগে মদ্যপান না করেও মিথ্যা অভিযোগে গ্রেফতার হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন তারকা স্টেফানি ফেয়ার। এবার বেআইনিভাবে গ্রেফতারের বিচার চেয়ে দেশটির টেনেসাস হাইওয়ে পুলিশে বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ২৩ জুন নাশভিলে এলাকা থেকে গ্রেফতার হয় স্টেফানি। টেনেসাস হাইওয়ে পেট্রোল পুলিশ দাবি করেছিল, এ তারকা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। পুলিশের বডি ক্যামেরা ফুটেজে দেখা যায়, স্টেফানি বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তবে পুলিশের দাবি, স্টেফানি সোব্রাইটি টেস্ট (শারীরিক ভারসাম্য) উত্তীর্ণ হতে পারেননি। এমনকি তার চোখ অস্বাভাবিকভাবে কাঁপছিল।
গ্রেফতারের পর স্টেফানিকে কারাগারে আটক রাখা হয়। পরবর্তীতে তার রক্ত পরীক্ষায় জানা যায় তিনি সত্যি বলেছিলেন। তার শরীরে কোনো প্রকার মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়নি।
স্টেফানির আইনজীবী বেন রিবিন এক বিবৃতিতে বলেন, ‘এই মিথ্যা মামলায় গ্রেফতারের পর পুলিশের তোলা ছবি এবং ঘটনার বিবরণ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় তার সম্পর্কে নানা বিদ্রুপ ও কুরুচিপূর্ণ মন্তব্য শুরু করেন। নেটদুনিয়ায় একবার কোনো বদনাম ছড়ালে তা চিরস্থায়ী হয়ে যায়।’

সম্প্রতি টেনেসাসে স্টেফানির মতো আরও প্রায় ৪০০ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। এই ঘটনায় টেনেসাস রাজ্য সেনেটর রাউমেশ আকবরী উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই পরিসংখ্যান নিশ্চিত করেছে যে নির্দিষ্ট কিছু কাউন্টিতে হাইওয়ে পুলিশ ব্যাপক ভুল করছে। কাউকে যেন মিথ্যা গ্রেফতারের দুঃস্বপ্নের মধ্য দিয়ে যেতে না হয় এবং আর্থিক ও মানসিক ক্ষতির শিকার না হতে হয়, সেটি আমাদের নিশ্চিত করতে হবে।’
স্টেফানির দাবি, মিথ্যা মামলায় গ্রেফতার কেবল তার সম্মানহানি করেনি বরং তার ক্যারিয়ারকেও ঝুঁকির মুখে ফেলেছে। এই মামলার পরবর্তী শুনানির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
ইএইচ/

