দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রীকে অপহরণ ও গণধর্ষণ মামলায় মালায়ালম সুপারস্টার দিলীপকে নির্দোষ ঘোষণা করেছে কেরালার একটি নিম্ন আদালত। সোমবার (৮ ডিসেম্বর) সকালে এর্নাকুলামের প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্টের বিচারক হানি এম ভার্গিস এ রায় দেন।
আদালত এই মামলার প্রধান আসামিসহ মোট ছয়জনকে দোষী সাব্যস্ত করলেও, মামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত অভিনেতা দিলীপকে বেকসুর খালাস দিয়েছেন। দোষী সাব্যস্ত হওয়া ছয়জনের রায় ঘোষণার জন্য আগামী ১২ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

৮ বছর আগে, অথাৎ ২০১৭ সালে দিলীপের বিরুদ্ধে ওই অভিনেত্রীকে অপহরণ ও হামলার অভিযোগ আনা হয়েছিল। এ মামলায় সে সময় তিন মাস কারাবাসের পর জামিনে মুক্তি পান দিলীপ। তিনি সবসময়ই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এসেছেন।
মামলা থেকে মুক্তি পাওয়ার পর অভিনেতা দিলীপ সাংবাদিকদের কাছে দাবি করেন, এটি তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। এ মামলায় তিনি নিজেকে আসল ভুক্তভোগী হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমার ক্যারিয়ার, ভাবমূর্তি এবং সামাজিকভাবে হেনস্তা করার জন্যই এটি করা হয়েছিল।’

এদিকে অভিনেতার দাবি প্রত্যাখ্যান করেছেন কেরালার আইনমন্ত্রী পি রাজীব। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, নির্যাতিতা সম্পূর্ণ ন্যায়বিচার পাননি।’ আইনমন্ত্রী আরও জানান, সরকার এই রায়কে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি মুখ্যমন্ত্রী ও পুলিশের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছেন এবং সরকারি প্রসিকিউশনকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।
অভিযোগকারী এ অভিনেত্রী ৮০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ত্রিশূর থেকে কোচিতে যাওয়ার পথে অপহৃত হন এবং পরে গণধর্ষণ শিকার হন।
ইএইচ/

